টরন্টো, ২৪ জুলাই- কানাডার টরন্টোয় অনুষ্ঠিত হয়ে গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের আকর্ষণীয় পিকনিক। ঢাকা বিশ্ববিদ্যালয় ফোরাম কানাডা আয়োজিত বার্ষিক এই পিকনিকে কেবল টরন্টো নয়, আশেপাশের শহর থেকেও প্রাক্তন শিক্ষার্থীরা যোগ দেন। পরিবার-স্বজন, বাবা-মা, সন্তান, বন্ধু-বান্ধব নিয়ে গত ১৫ জুলাই সকাল থেকেই টরন্টোর টেইলর ক্রিক পার্কে হাজির হন তারা। তাদের উপস্থিতিতে পুরো পিকনিক অঙ্গন পরিণত হয় এক মিলনমেলায়। পিকনিক উদযাপন কমিটির আহ্বায়ক মফিজুল ইসলাম হিরুর নেতৃত্বে অনুষ্ঠানটি সফল করতে ভূমিকা রাখেন সংগঠনটির বর্তমান প্রেসিডেন্ট আব্দুল হালিম মিয়া, সাবেক প্রেসিডেন্ট ব্যারিস্টার কামরুল হাফিজ, কো-প্রেসিডেন্ট শহিদুল ইসলাম মিন্টু, বর্তমান সাধারণ সম্পাদক ইশতিয়াক উদ্দিন আহমেদ, পিকনিক কমিটির সদস্য সচিব আসমা হক, সদস্য সুমী রহমান, মাহবুবুল হক ওসমানী, সাজেদুন নাহার, ওমর হাসান আল জাহিদ, শামস কায়সার, আশরাফুজ্জামান রিয়াদ, মোস্তফা দুলারী, খন্দকার সোহেল, জাকিউর রহমান, গোলাম কবির, সুমী বর্মণ, তানিয়া সোহেলি সহ আরও অনেকে। আসমা হক বলেন, তারা সাধ্যমত প্রাক্তন গ্রাজুয়েটদের নিয়ে পিকনিক আয়োজনের সর্বাত্মক চেষ্টা করেছেন। প্রথমবার পিকনিক কমিটির সদস্য সচিবের দায়িত্ব পাওয়ায় তিনি ছিলেন উচ্ছ্বসিত। মফিজুল ইসলাম হিরু বলেন, পিকনিক কমিটির সকলের সম্মিলিত প্রচেষ্টায় অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিতভাবে সম্পন্ন করা গেছে। এজন্য তিনি সকল সদস্যদের ধন্যবাদ জানান। পিকনিকে সকালের নাস্তায় ছিল চিতই পিঠার সাথে, মুরগির মাংস, টিম বিট ও কফি। অনেকদিন পর সহপাঠীদের কাছে পেয়ে একসঙ্গে আনন্দ, আড্ডায় মেতে ওঠেন সবাই। প্রতিবারের মতো এবারও পিকনিকে ছিল নজরকাড়া সব খেলার উপকরণ। নারী সদস্যদের হাড়ি ভাঙ্গা আর বালিশ বদল খেলা ছিল সবচেয়ে উপভোগ্য। এছাড়া বিজ্ঞান ভবন বনাম কলা ভবনের মধ্যকার ফুটবল ম্যাচটি ছিল টানটান উত্তেজনায় ভরপুর। ছিল ক্যারাম প্রতিযোগিতাও। মধ্যাহ্ন ভোজে ছিল পোলাও, চিকেন রোস্ট, মাটন কারি, সবজি, নানরুটির সুস্বাদু সব খাবারের আয়োজন। ভুরিভোজ শেষে মনমুগ্ধকর সঙ্গীত পরিবেশন করেন বেশ কয়েকজন গ্রাজুয়েট। সবশেষে ছিল র্যাফেল ড্র। প্রথম পুরস্কার হিসেবে ছিল সাতা কম্পিউটারের সৌজন্যে আইপি টিভি বক্স এবং একবছরের জন্য ফ্রি সাবস্ক্রিপশন, দ্বিতীয় পুরস্কার এ কে এম জহিরউদ্দিনের সৌজন্যে তোশিবা এলইডি কালার টিভি, তৃতীয় পুরস্কার ব্যারিস্টার কামরুল হাফিজের সৌজন্যে সাইকেল, চতুর্থ পুরস্কার এডিটির শেখ মোতালেবের সৌজন্যে ডিনার সেট, পঞ্চম পুরস্কার কানন গার্ডিয়ান ফার্মেসির সৌজন্যে মেডিক্যাল ইকুইপমেন্ট, ষষ্ঠ পুরস্কার কাজী সারোয়ারের সৌজন্যে পপকর্ন মেশিন, এবং সপ্তম পুরস্কার রিয়েলটর শেখ হাসিবের সৌজন্যে টেবিল ফ্যান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট এবং তাদের স্বজন-পরিজনরা জিতে নেন এই আকর্ষণীয় পুরস্কারগুলো। আর/১০:১৪/২৪ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2vBGrD7
July 25, 2017 at 04:51AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top