মুম্বাই, ২৮ জুলাই- গৌরি খান তাঁর সব সময়ের সঙ্গী l শাহরুখ যেমন কেরিয়ারে মন দিয়েছেন, তেমনি সংসার, সন্তান শক্ত হাতে সামলেছেন গৌরি l আর তাই তো, সন্তানদের নিয়ে নিউ ইয়র্কে গৌরি ছুটি কাটালে, নির্দিধায় মুম্বইতে ফিরে সিনেমার প্রমোশনে মন দিতে পারেন শাহরুখ l রিলে ভাল প্রেমিক হলেও, ব্যক্তিগত জীবনে কিং খান কী ধরনের মানুষ? গৌরির সঙ্গে তাঁর রসায়নটাই বা কেমন? সম্প্রতি যব হ্যারি মেট সেজলের প্রমোশনে এ বিষয়ে খোলসা করলেন শাহরুখ l অনস্ক্রিনে নায়িকাদের সঙ্গে প্রেম করতে দেখে গৌরি কখনও আপত্তি করেননি? ওই প্রশ্নের উত্তরে কিং খান বলেন, বাজিগরে এক নায়িকাকে ছাদ থেকে ফেলে দিয়েছিলেন শাহরুখ, আর সেই দৃশ্য দেখার পর থেকে নাকি গৌরি আর কখনও কোনও কথা বলেননি এ বিষয়ে l আরে অবাক হয়ে গেলেন নাকি? সাংবাদিকদের প্রশ্নের উত্তর শাহরুখ এভাবেই মজা করে দিয়েছেন l সেখানে অন্য যুক্তি খোঁজার কিছু নেই বলেও মন্তব্য করেন কিং খান l তবে ব্যক্তিগত জীবনে তিনি যে বেশ ভাল প্রেমিক, তা স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছেন শাহরুখ l দেখুন বাজিগরের সেই দৃশ্য.. আর/১৭:১৪/২৮ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2v3B2r5
July 28, 2017 at 11:04PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top