ওয়েব ডেস্ক, ২৮ এপ্রিলঃ প্রধানমন্ত্রী থাকার যোগ্য নন, এই মন্তব্য করে নওয়াজ শরিফকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে যাওয়ার নির্দেশ দিল পাকিস্তানের সুপ্রিম কোর্ট। এই নির্দেশ পাওয়ার পরই প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন শরিফ। পাক শীর্ষ আদালত আরও নির্দেশ দিয়েছে, সারা জীবনের জন্য শরিফ কোনো সরকারি পদে থাকতে পারবেন না। পানামা পেপারস মামলায় সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের বেঞ্চ সর্বসম্মতভাবে বলেছে, শরিফকে আর প্রধানমন্ত্রী পদের জন্য সৎ এবং উপযুক্ত মনে করা যাচ্ছে না। শরিফের সঙ্গেই তাঁর অর্থমন্ত্রী ইশাক দারকেও পদ থেকে সরিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট।
স্বাভাবিকভাবেই শরিফের ইস্তফার পর শুধু পাকিস্তানে নয়, আন্তর্জাতিক মহলেও পাকিস্তানের ভবিষ্যৎ নিয়ে জল্পনা শুরু হয়েছে। শরিফের উত্তরসূরি হিসাবে তাঁর সরকারের প্রতিরক্ষামন্ত্রী খাওয়াজা আসিফ এবং শাহবাজ শরিফের নাম উঠে আসছে। তবে, শাহবাজ সংসদের সদস্য না হওয়ায় আসিফ অনেকটাই এগিয়ে আছেন। পাশাপাশি উঠে আসছে, আবার পাকিস্তানে সামরিক শাসন জারি হওয়ার জল্পনাও।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2uEDIu6
July 28, 2017 at 04:58PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন