কলকাতা, ২৮ জুলাই- স্কুলের পর কলেজ ও বিশ্ববিদ্যালয় স্তরের ছাত্রীরাও এবার কন্যাশ্রী প্রকল্পের সুবিধা পাবেন। শুক্রবার কন্যাশ্রী দিবসের অনুষ্ঠানে ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী এদিন ঘোষণা করেন, স্নাতক স্তরে বিজ্ঞান বিভাগে যেসব ছাত্রী ৪৫ শতাংশ নম্বর পাবেন তাদের কন্যাশ্রী প্রকল্পের আওতায় ২৫০০ টাকা দেওয়া হবে। অন্যদিকে কলা বিভাগে যারা ৪৫ শতাংশ নম্বর পাবেন তাদের ২০০০ টাকা দেওয়া হবে। উল্লেখ্য, রাষ্ট্রসংঘে কন্যাশ্রী পুরস্কৃত হওয়ার পর নতুন উৎসাহ নিয়ে কাজ শুরু করে দিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী এদিন জানান, রাজ্যের মেধাবী ১০ ছাত্রীর পড়াশোনার ভার নিচ্ছেন অনাবাসী ভারতীয়রা। বৃহস্পতিবার তাঁর সঙ্গে সাক্ষাত করেন অনাবাসী ভারতীয়দের একটি দল। তাঁরা আশ্বাস দিয়েছেন গবেষণার জন্য কেউ যদি বিদেশে যেতে চায় তাহলে তার ভার নেবেন অনাবাসী ভারতীয়রা। উল্লেখ্য, রাজ্যের ১৫,৫০০ শিক্ষা প্রতিষ্ঠানের ৪১ লাখ ছাত্রীকে এখনও পর্যন্ত কন্যাশ্রীর আওতায় আনা হয়েছে। কন্যাশ্রীর আওতায় বহু ছাত্রীকে বৃত্তিমূলক প্রশিক্ষণও দেওয়া হয়েছে। বহু স্কুলছুট বাচ্চাদেরও কন্যাশ্রীর আওতায় আনা হয়েছে। এখনও পর্যন্ত ৫ হাজার ছাত্রীকে আত্মরক্ষার প্রশিক্ষণ দেওয়া হয়েছে।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2eSImzg
July 28, 2017 at 10:54PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top