ব্যর্থ তোড়জোড়, অবশেষে মহারাজের ঠাঁই গুদামে!

বালুরঘাট, ১৬ জুলাইঃ পাড়ার চায়ের দোকান থেকে সোশ্যাল মিডিয়া। বেশকিছুদিন ধরেই জনপ্রিয় আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে সৌরভ গাঙ্গুলির ৮ ফুট দীর্ঘ ব্রোঞ্জের মূর্তি প্রতিস্থাপনের বিতর্ক। যার জন্য খোদ মহারাজকে ট্রেনে চেপে বালুরঘাট এলেন। উন্মোচন করলেন নিজের মূর্তি।

তবে একরাশ অভিমান নিয়েই বালুরঘাট ছাড়তে হল সৌরভ গাঙ্গুলিকে। নির্ধারিত একগুচ্ছ কর্মসূচি বাতিল করায় কর্মকর্তারাও দিশেহারা। জেলা ক্রীড়া সংস্থার নবনির্মিত জগমোহন ডালমিয়া ইনডোর স্টেডিয়ামের উদ্বোধন না করেই ফিরে গেলেন তিনি। জেলা ক্রীড়া ফেডারেশনের এজিএমও বাতিল হয়েছে শেষ মুহূর্তে।

সিএবি সভাপতি নিজে এলেও স্টেডিয়ামে মেলেনি মূর্তি বসানোর জায়গা। গতকাল এত বিতর্কের মধ্যে খানিকটা মজার ছলেই সৌরভ বলেছিলেন মূর্তি বসানোর জায়গা না পেলে বেহালার বাড়িতে যাতে পাঠিয়ে দেওয়া হয় মূর্তিটি। তা নিয়েও ওঠে সমালোচনার ঝড়। কিন্তু একদিন অতিক্রম হতে না হতেই আজ সেই মূর্তির ঠাঁই হল স্টেডিয়ামের গুদামে!



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2v6vb1n

July 16, 2017 at 10:40PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top