নিজস্ব প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় উদ্বোধনের আগেই ব্রিজ ধ্বসের ঘটনায় পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সুনামগঞ্জ জেলা প্রশাসন ও জগন্নাথপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ দুটি কমিটি করা হয়েছে।
সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আইনুর আক্তার পান্নাকে প্রধান করে জেলা প্রশাসনের তদন্ত কমিটিতে রয়েছেন সুনামগঞ্জ এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো.সিদ্দিকুর রহমান ও গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. আশরাফ উদ্দিন।
অপরদিকে, জগন্নাথপুর উপজেলা প্রশাসনের কমিটিতে রয়েছেন- জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা আবদুর রব সরকার ও পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক।
এসব বিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বিল্লাহ।
সুনামগঞ্জ জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম জানিয়েছেন, তদন্ত কমিটির ফলাফল হাতে পাওয়া গেলে যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে।
উল্লেখ্য, জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের প্রভাকরপুর ও হামিদপুর গ্রামের মধ্যবর্তী রাঙাখাল এলাকায় গত মার্চ মাসে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীনে ৩৮ লক্ষ টাকা ব্যয়ে ওই ব্রিজ নির্মাণ হয়। নির্মাণের দুমাসের মধ্যে ব্রিজটি ধ্বসে পড়ে।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2uo6hwQ
July 16, 2017 at 10:40PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন