ঢাকা, ২৫ জুলাই- আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) একজন আইকন খেলোয়াড় বেড়েছে। সেই খেলোয়াড় হলেন পেসার মুস্তাফিজুর রহমান। সোমবার বিপিএল গভর্নিং কাউন্সিলের সভায় অষ্টম আইকন খেলোয়াড় হিসেবে কাটার মাস্টারের নাম চূড়ান্ত হয়। এই সংবাদটি পেয়ে নিশ্চয়ই খুবই খুশি হয়েছেন তরুণ এই বাঁহাতি পেসার। অবাক করার মতো হলেও সত্য, এই আইকনের তালিকা থেকে নিজের নাম সরিয়ে নিতে চেয়েছিলেন মাশরাফি বিন মুর্তজা। বিষয়টা স্বীকারও করেছেন মাশরাফি। আইকন থাকতে না চাওয়ার কারণ ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, আমি টি-টোয়েন্টি ক্রিকেট থেকে এরই মধ্যে অবসর নিয়েছি। তাই আমি এবারের বিপিএলে আইকনদের তালিকায় থাকতে চাইনি। নতুন একজন ক্রিকেটারকে সুযোগ দিতে চেয়েছি। মাশরাফি না চাইলেও তাঁর নাম তালিকায় ঠিকই রাখা হয়েছে। তা ছাড়া আগের সাত আইকন খেলোয়াড়ের মধ্য থেকেও কোনো পরিবর্তন আনা হয়নি। তাঁরা হলেন মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাহমুদুল্লাহ, সাব্বির রহমান ও সৌম্য সরকার। এরই মধ্যে কুমিল্লা ছেড়ে মাশরাফি রংপুর রাইডার্সে নাম লিখিয়েছেন। আর বরিশাল ছেড়ে মুশফিক যোগ দিয়েছেন রাজশাহী কিংসে। তামিম চিটাগাং ভাইকিংস ছেড়ে কুমিল্লা ভিক্টোরিয়ানসে যোগ দেন। আর সাকিব ঢাকা ডায়নামাইটসে ও মাহমুদউল্লাহ খুলনা টাইটানসে আগেই যোগ দিয়েছেন। এখনো দল পাননি সাব্বির ও সৌম্য। আগামী ২ নভেম্বর শুরু হবে এবারের বিপিএল। আর ৩১ অক্টোবর হবে টুর্নামেন্টের উদ্বোধন। আর এবারের বিপিএল হবে আট দল নিয়ে। দলগুলো হলো-ঢাকা ডায়নামাইটস, খুলনা টাইটানস, চিটাগাং ভাইকিংস, রাজশাহী কিংস, রংপুর রাইডার্স, কুমিল্লা ভিক্টোরিয়ানস, বরিশাল বুলস ও সিলেট সুপারস্টার্স। আর/১২:১৪/২৫ জুলাই
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2gXfI0E
July 25, 2017 at 06:20AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন