সাস্কাটুন, ২৫ জুলাই- কান পেতেছি, চোখ মেলেছি ধরার বুকে প্রাণ ঢেলেছি এই শ্লোগানকে সামনে রেখে গত ৮ জুলাই শনিবার কানাডার সাসকাটুনে অনুষ্ঠিত হল বাংলা উৎসব-২০১৭। ১৫০তম কানাডা ডে -কে সামনে রেখে এবারের বাংলা উৎসব যেন প্রবাসীদের মাঝে নতুন করে প্রাণের সঞ্চার করে। সেন্ট পল চার্চে সন্ধ্যা ৭টায় বাংলাদেশের ও কানাডার জাতীয় সঙ্গীতের মাধ্যমে বাংলা উৎসব ২০১৭-র পর্দা উঠে। সাসকাটুনের ব্যান্ড ৯৬ হাইল্যান্ডারস তাদের অনবদ্য পরিবেশনা উপস্থিত দর্শকদের মন ভরিয়ে দেয়। এরপর সাস্কাটুন সিটি কাউন্সিলর বেভ ডুবইস শুভেচ্ছা বক্তব্যে বাংলা উৎসবের সাফল্য কামনা করেন। ইন্ডিয়ান স্কুল অফ ড্যান্স এন্ড মিউজিক এর ছাত্রীদের নৃত্য পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। দেবল চৌধুরির সঞ্চালনায় অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ শিশুকিশোরদের চিত্রাঙ্কন ও রং করণ পর্বটি বেশ উপভোগ্য হয়। প্রবাসী শিল্পীদের বিভিন্ন ধরনের গান, বাদ্যযন্ত্র, ছড়া আবৃত্তিসহ অন্যান্য পরিবেশনা সবাইকে আনন্দ দিয়েছে। অনুষ্ঠানের শেষ পর্বে বাংলা কমিউনিটির প্রিয় মুখ স্বপ্নিলের (১১ বছর) চিকিৎসা ও সুস্থ হয়ে ওঠার জন্যে শুভকামনা ও প্রার্থনা করা হয়। অনেকদিন পর বাঙালিদের প্রাণের মেলায় সিঙ্গারা, পেয়াজু, জিলাপির মত মুখরোচক খাবার আর ছিল ১/১ লটারি। শিকড়বিহীন কিছু প্রবাসীর (পরবাসীর) সাত সমুদ্র তের নদী দূরে বসে বাংলা ভাষাভাষীদের মিলন মেলা সফলতার একটি পালক মাত্র। আর/১২:১৪/২৫ জুলাই
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2utpI52
July 25, 2017 at 06:27AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন