কলকাতা, ২৫ জুলাই- রূপা গঙ্গোপাধ্যায়কে সরিয়ে মহিলা মোর্চার শীর্ষে বসানো হল লকেট চট্টোপাধ্যায়কে৷ সোমবার সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে লকেটকে দায়িত্ব দেওয়ার কথা ঘোষণা করলেন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। অনেকদিন ধরেই রাজ্য বিজেপির অন্দরে কানাঘুষো শোনা যাচ্ছিল যে মহিলা মোর্চার পদ থেকে রূপাকে সরিয়ে লকেটকে সেই জায়গায় আনা হবে৷ রূপা গঙ্গোপাধ্যায়কে রাজ্যসভার সাংসদ করার পর সেই জল্পনা আরও জোরালো হয়৷কারণ বিজেপির একাংশ মনে করছিল, এক ব্যক্তিকে দুই পদ দিয়ে অতিরিক্ত চাপ দিতে রাজি নয় দল। অবশেষে সোমবার সেই জল্পনা সত্যি হল৷ এদিন দিলীপবাবু বলেন, রূপাদেবী এখন রাজ্যসভার সাংসদ তাই বেশিরভাগ সময় তাঁকে দিল্লিতে থাকতে হয়। এর ফলে মোর্চার সাংগঠনিক কাজে সমস্যা হচ্ছিল। তাই লকেট চট্টোপাধ্যায়কে সেই পদে আনা হয়েছে। মহিলা মোর্চাতে রদবদল ছাড়াও এদিন রাজ্য বিজেপির বিভিন্ন পদে নতুন মুখ আনা হয়েছে৷রাজ্য বিজেপির সহ সভাপতি পদে আনা হল রবীন চট্টোপাধ্যায়, বিশ্বপ্রিয় রায়চৌধুরী, সুভাষ সরকার কৃষ্ণা ভট্টাচার্যকে৷ সাধারণ সম্পাদক হলেন প্রতাপ বন্দ্যোপাধ্যায়, দেবশ্রী চট্টোপাধ্যায়, রাজু বন্দ্যোপাধ্যায় ও সায়ন্তন বসুকে৷ আর/১২:১৪/২৫ জুলাই
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2uQC0XB
July 25, 2017 at 06:35AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন