ইউরোপ ::অবৈধ উপায়ে ভূমধ্যসাগর রুটে ইউরোপ যাবার সময় স্পেনের আলবোরান দ্বীপের কাছে মঙ্গলবার নৌকাডুবির ঘটনায় প্রায় অর্ধশত অভিবাসন প্রত্যাশী নিখোঁজ রয়েছেন।
শরণার্থীবাহী এই নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ব্যক্তিদের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।
স্পেনের উপকূলরক্ষী বাহিনীর একজন মুখপাত্র বলেন, তাদের ধারণা নিখোঁজ অভিবাসনপ্রত্যাশীরা মারা গেছেন। সাগরের যে স্থানে ওই নৌকা ডুবতে দেখা গেছে, সেই আলবোরান দ্বীপের আশপাশে নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে অভিযান চলছে।
তবে এর আগে তারা ওই নৌকার তিনজনকে উদ্ধার করতে সক্ষম হয়েছে।
চলতি বছরে ভূমধ্যসাগরে নৌকাডুবিতে হাজারো শরণার্থীর মৃত্যু হয়েছে বলে জানায় জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থা।
from যুক্তরাজ্য ও ইউরোপ – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2tO8GAa
July 06, 2017 at 06:31AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন