ঢাকা, ০৪ জুলাই- প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী সুব্রত সেনগুপ্ত মারা গেছেন। আজ মঙ্গলবার ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুব্রত মৃত্যুবরণ করেন। এই শিল্পীর স্ত্রী জলি সেনগুপ্ত বিষয়টি জানিয়েছেন। জলি সেনগুপ্ত বলেন, ভোর সাড়ে ৫টার দিকে ফোন আসে, তাঁর অবস্থা খারাপের দিকে যাচ্ছে। পরে সাড়ে ৬টার দিকে তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। তিনি জানান, হাসপাতাল থেকে মরদেহ নিয়ে যাওয়া হবে পোস্তগোলা মহাশ্মশানে। সেখানেই সুব্রতর শেষকৃত্য সম্পন্ন হবে। গত ৬ মে সুব্রতকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে নিউরোসার্জারি বিশেষজ্ঞ আনোয়ার উল্লাহ ও আবুল খায়েরের অধীনে স্বাধীন বাংলা বেতারের এই শিল্পী চিকিৎসাধীন ছিলেন। তাঁর প্রস্টেট গ্ল্যান্ডের ক্যানসার তখন ফুসফুসে ছড়িয়ে পড়েছিল বলে চিকিৎসকরা জানিয়েছিলেন। একই সঙ্গে স্পাইনাল কর্ড, ব্ক্ষ, মেডিসিন, নিউরো, ইউরোলজি সমস্যাসহ শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন তিনি। সর্বশেষ এই শিল্পী বেশ কিছুদিন ধরে রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি ছিলেন। জলি সেনগুপ্ত জানান, ২০১৩ সালে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর সুব্রত সেনগুপ্ত শয্যাশায়ী। এর পর বিভিন্ন দফায় হাসপাতালে ভর্তি হলেও টাকার অভাবে উন্নত চিকিৎসা করাতে পারেননি তিনি। রক্ত চাই রক্ত চাই, অত্যাচারীর রক্ত চাই, ছুটরে সবাই বাঁধ ভাঙা অগণিত গ্রাম মজুর কিষাণ, শোন জনতা গণ জনতাসহ স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের মুক্তিযুদ্ধের অনেক গান রচনা করেছেন শিল্পী সুব্রত সেনগুপ্ত। গীতিকার সুব্রত একুশে ফেব্রুয়ারি নিয়ে ১৬০টি গান আর বঙ্গবন্ধুকে নিয়ে ৫৫৫টি গান রচনা করেছেন বলে জানান তাঁর স্ত্রী জলি। স্বদেশি আন্দোলনের নেতা সুধীর সেনগুপ্তের ছেলে সুব্রত সেনগুপ্ত। প্রীতিলতা ওয়াদ্দেদার তাঁর মাসি। সুব্রত-জলি সেনগুপ্ত দম্পতির দুই ছেলে শুভদীপ সেনগুপ্ত ও সংগীত সেনগুপ্ত দুজনই স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2ukvDsx
July 04, 2017 at 07:23PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top