নয়াদিল্লী, ০৪ জুলাই- কে হচ্ছেন ভারতের নতুন কোচ? প্রশ্নের উত্তর পেতে খুব বেশি অপেক্ষা করতে হবে না। ১০ জুলাই ঠিক হয়ে যাবে কোহলিদের নতুন গুরু। এদিন মুম্বাইয়ে সৌরভ গাঙ্গুলি, শচীন টেন্ডুলকার ও ভি ভি এস লক্ষণদের নিয়ে গঠিত বিশেষজ্ঞ কমিটির কাছে সাক্ষাৎকার দেবেন আবেদনকারীরা। ভারতের নতুন কোচ হওয়ার জন্য আবেদন করেছেন অনেকেই। সোমবার আবেদন করেছেন রবি শাস্ত্রি। অনীল কুম্বলের আগে ভারতের টিম ডিরেক্টর হিসেবে কাজ করা শাস্ত্রীকেই ভারতের পরবর্তি কোচ হিসেবে এগিয়ে রাখছেন সুনীল গাভাস্কার। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রকাশিত খরব অনুযায়ি রবি শাস্ত্রি ভারতের কোচ হোক এটা নাকি ভারতীয় দলেরও চাওয়া। ৯ জুলাই পর্যন্ত কোচের পদে আবেদনের শেষ তারিখ। রবি শাস্ত্রি ছাড়াও ইতোমধ্যে আবেদন করেছেন- বীরেন্দর শেবাগ, লাল চাঁদ রাজপুত, টম মুডি, রিচার্ড পাইবাসের মতো কোচরা। তবে সুনীল গাভাস্কার বলছেন, অভিজ্ঞতাই এগিয়ে রাখবে রবি শাস্ত্রিকে, শেবাগ ও টম মুডি সানরাইজার্সের কোচ হিসেবে দারুণ সফল ছিল। হ্যাঁ, তারাও কোচের পদে আবেদন করেছেন, কিন্তু রবি শাস্ত্রি অভিজ্ঞ। রবি টিমের সঙ্গে আগে ছিল। আমি মনে করি, বিশেষজ্ঞ কমিটি তাকেই বেছে নেবেন যার সঙ্গে দল স্বাচ্ছন্দ্যবোধ করবে। শাস্ত্রি ২০১৪ থেকে ২০১৬ পর্যন্ত ভারত দলের টিম ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১৪ সালে চরম দুঃসময়ে শাস্ত্রির হাত ধরেই ভারতীয় দল ঘুরে দাঁড়ায়। গত বছর কোচ নির্বাচনে অনীল কুম্বেলর অন্যতম প্রতিদ্বন্দ্বী ছিলেন রবি শাস্ত্রি। কিন্তু সৌরভ, শচীন, লক্ষণদের কমিটি বেছে নেন অনীল কুম্বলেকে।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2tLvWiQ
July 04, 2017 at 07:21PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top