দলবদল মানেই গুঞ্জন আর নাটক নাটক খেলা। আনুষ্ঠানিকভাবে চুক্তি না হওয়া পর্যন্ত সত্য-মিথ্য মিশিয়ে কল্পকাহিনীর গল্প ফাঁদা চলতেই থাকে। তবে নেইমারের ক্ষেত্রে নাটকটা বেশীই হচ্ছে! সেই যে সপ্তাহ দুয়েক আগে বার্সেলোনা ছেড়ে ব্রাজিলিয়ান তারকার পিএসজিতে যোগ দেওয়ার গুঞ্জনটি ঝড় তুলেছে, তা আর থামছে না। বরং সেটা এখন ঘুর্ণিঝড়ে রূপান্তরিত। সেই ঝড়ের মধ্যে পড়ে নেইমার দিশেহারা। পিএসজিতে চলে যাবেন, নাকি বার্সেলোনাতেই থাকবেন, সিদ্ধান্তই নিতে পারছেন না। এক সময় বার্সেলোনার পক্ষ থেকে জোর গলায় দাবি করা হয়েছে, নেইমার বার্সেলোনাতেই থাকবেন। বার্সার কর্তাদের পাশাপাশি মেসি, সুয়ারেজ, জেরার্ড পিকে, ইনিয়েস্তা, মাচেরানোরা সতীর্থকে পইপই করে বুঝিয়েছেন থেকে যাওয়ার জন্য। কিন্তু এখন তারাও আশা ছেড়ে দিয়ে বল ঠেলে দিয়েছেন নেইমারের কোর্টে। কথা বার্তায় মনে হচ্ছে, নেইমারের ব্যাপারটি নিয়ে এখন তারা এখন বিরক্ত! শুক্রবার অনুশীলনে নতুন সতীর্থ নেলসন সেমেদোর সঙ্গে ঝগড়া করে নেইমার অনুশীলন ছেড়েই চলে যান। তার পরপরই বার্সেলোনার সভাপতি জোসেফ মারিয়া বার্তোমেউ পুর্বের অবস্থান থেকে সেরে এসে বলেন, সিদ্ধান্ত নিতে হবে নেইমারকেই। ইনিয়েস্তা, পিকে, সুয়ারেজদের কণ্ঠে আরও জোরালো সুর। পইপই করে বোঝানোর পরও নেইমারের মুখ থেকে টু-শব্দ বের করতে না পেরে তারা এখন ধরেই নিয়েছেন, ব্রাজিলিয়ান তারকা হয়তো শেষ পর্যন্ত পিএসজিতেই চলে যাবেন। তাই সবাই এক যুগে নেইমারের প্রতি দাবি জানিয়েছেন, বিষয়টি পরিস্কার করার। ইনিয়েস্তা সরাসরিই বলেছেন, নেইমারেরএই জল্পনা-কল্পনার ইতি টানা উচিত। স্পষ্ট করে বলা উচিত সে যাবে নাকি থেকে যাবে। খুবই জোরালো যুক্তি। কিন্তু বিষয়টি স্পষ্ট করা উচিত যার, সেই নেইমার তো বুঝতেই পারছেন না কী করবেন। একদিকে অন্তরঙ্গ সব বন্ধু। যাদের সঙ্গে গত বছর ধরে একসঙ্গে খেলছেন, থাকছেন, ঘুরে বেড়াচ্ছেন। সঙ্গে অনেক অনেক শিরোপা জয়ের হাতছানি। অন্যদিকে রেকর্ড চুক্তি, রেকর্ড বেতন, ব্যক্তিগত বিমানপ্রাপ্তির হাতছানি। কোনটা ছেড়ে কোনটা বেছে নেবেন, সিদ্ধান্ত নিতে গিয়ে গলদগর্ম অবস্থা। সতীর্থের সেই চিড়েচ্যাপ্টা অবস্থা বেশ ভালো করেই বুঝতে পারছেন পিকে। বার্সেলোনায় নেইমারের সবচেয়ে ভালো বন্ধু পিকে। নেইমার পিকের সঙ্গেই থাকেন বেশী। সেই পিকেই বলছেন, নেইমার কী করবেন বুঝতে পারছেন না, আমি ও নেইমার খুবই ঘনিষ্ঠ বন্ধু। আমি চাই সে থেকে যাক। কিন্তু আমি ওর পরিস্থিতিটা বুঝতে পারছি। এই মুহূ্র্তে সে বুঝতে পারছে না কী করবে। তবে আমরা তাকে সাহায্য করার চেষ্টা করছি। পিকেদের চেষ্টা মানেই থেকে যাওয়ার অনুরোধ। কিন্তু নেইমারকে ঠিক একভাবে পিএসজিতে যোগ দেওয়ার জন্য অনুরোধ করছেন থিয়াগো সিলভা, দানি আলভেসরা। ব্রাজিল জাতীয় দলে তারা একসঙ্গেই খেলেন। মেসি-সুয়ারেজ-পিকেররা যেমন তার অন্তরঙ্গ বন্ধু, সিলভা-আলভেসদের সঙ্গে সম্পর্কটাও তেমনই। বরং স্বদেশী বলে টান একটু বেশীই। সেই সিলভা-আলভেসরা যখন বলছেন, পিএসজিতে চলে আসো তাদের ডাকই বা উপেক্ষা করেন কীভাবে? পেছনে তো বিশাল অঙ্কের টাকার হাতছানি আছেই। দুইয়ের টানাটানিতে ২৫ বছর বয়সী ব্রাজিলিয়ান তারকা হাবুডুবু খাচ্ছেন দ্বিধার সাগরে। তবে সেখান থেকে বেরিয়ে এসে সিদ্ধান্ত তাকে নিতে হবে দ্রুতই। বার্সার পক্ষ থেকে বিষয়টা পরিস্কার করার জন্য যেভাবে চেপে ধরা হয়েছে, তাতে নেইমার হয়তো সিদ্ধান্তটা দ্রুত নিয়েও ফেলবেন তবে চারপাশের যে আভাস-ইঙ্গিত, তাতে সেই সিদ্ধান্তটা বার্সায় থেকে যাওয়ার চেয়ে পিএসজিতে যোগ দেওয়ার সম্ভাবনাই বেশী। আর/১৭:১৪/২৯ জুলাই
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2eW73et
July 29, 2017 at 11:35PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন