ঢাকা, ২৯ জুলাই- যৌথ প্রযোজনায় ছবি নির্মাণ স্থগিত করে কিছুদিন আগে আদেশ দিয়েছে তথ্য মন্ত্রণালয়। এক বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন কমিটি করে নীতিমালা করা হবে। সেই কমিটি চূড়ান্ত হবে রোববার। কমিটির চেয়ারম্যান থাকছেন বিটিভির ডিজি হারুন-অর-রশিদ। তিনি বললেন, কমিটি সরকারি প্রতিনিধিত্বের পাশাপাশি চলচ্চিত্র অঙ্গনের মানুষের প্রতিনিধিত্ব থাকবে। হারুন-অর-রশিদ জানালেন, এ কমিটিতে আরো থাকছেন এফডিসির এমডি তপন কুমার ঘোষ, টেলিভিশন ও চলচ্চিত্র ইনস্টিটিউটের প্রধান নির্বাহী মো. মনজুরুর রহমান, পরিচালক সমিতি, প্রযোজক পরিবেশক সমিতি, শিল্পী সমিতি, প্রদর্শক সমিতির একজন করে প্রতিনিধি ও একজন চলচ্চিত্র ব্যক্তিত্ব। এছাড়া কমিটির সদস্য সচিব হিসেবে থাকছেন তথ্য মন্ত্রণালয়ের চলচ্চিত্রের দায়িত্বে থাকা যুগ্ম সচিব মো. ইউসুফ আলী মোল্লা। এদিকে টেলিভিশন ও চলচ্চিত্র ইনস্টিটিউটের প্রধান নির্বাহী ও অতিরিক্ত সচিব মো. মনজুরুর রহমান বললেন, রোববারের মধ্যে কমিটি চূড়ান্ত করেই আমরা মিটিংয়ের তারিখ নির্ধারণ করব। যত দ্রুত সম্ভব কমিটি খসড়া নীতিমালা তৈরি করে মন্ত্রণালয়ে জমা দেবে। তিনি আরো জানালেন, একটি কমিটি গঠিত হয়েছিল, কিন্তু চলচ্চিত্র পরিবারের আপত্তির কারণে আবারো করা হচ্ছে। এখনো পরিচলক, শিল্পী ও প্রদর্শক সমিতি প্রতিনিধি কারা থাকছেন তার সুপারিশ পাওয়া যায়নি। সমিতিগুলোর প্রতিনিধিদের নাম রোববার পাওয়ার কথা। এরপর তা তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর অনুমোদনের জন্য পাঠানো হবে। প্রযোজকদের প্রতিনিধি হিসেবে জাজ মাল্টিমিডিয়ার চেয়ারম্যান আব্দুল আজিজ থাকার ব্যাপারটি নিয়ে তিনি বলেন, এ ধরনের কিছু আমি জানি না। পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার জানালেন, শনিবার সন্ধ্যা নাগাদ তারা প্রতিনিধি ঠিক করবেন। একই কথা শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য সাইমন সাদিকেরও। তবে প্রযোজক সমিতি না থাকায় এ ক্ষেত্রে প্রযোজক নেতা খোরশেদ আলম খসরু কিংবা নাসির উদ্দিন দিলুর থাকার সম্ভাবনা রয়েছে। চলচ্চিত্র ব্যক্তিত্ব হিসেবে রাজ্জাক কিংবা ফারুক থাকতে পারেন। আর/১৭:১৪/২৯ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2v6GF80
July 29, 2017 at 11:40PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top