ইসলামাবাদ, ২৬ জুলাই- পাকিস্তানের সিনিয়র অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ। শহীদ আফ্রিদি, মিসবাহ উল হক, ইউনিস খান, শোয়েব মালিকদের টপকে আয়ের দিক দিয়ে শীর্ষে রয়েছেন হাফিজ। এখন পর্যন্ত পাকিস্তানি ক্রিকেটারদের মধ্যে আয়ের তালিকায় শীর্ষে এই হাফিজ। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) দেশটির ক্রিকেটারদের গত মৌসুমের আয়ের তালিকা প্রকাশ করেছে। তালিকা পাকিস্তানি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ আয়ের মালিক হয়ে বেশ চমকই দেখালেন হাফিজ। গত মৌসুমে হাফিজের আয়ের পরিমাণ হলো ৩৯ মিলিয়ন রুপি। ক্রিকেটের তিন ফরমেটে খেলা (বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ) ৪৬ ক্রিকেটারের আয়ের তালিকা প্রকাশ করেছে পিসিবি। পাকিস্তানের ক্রীড়া মন্ত্রণালয় ও বোর্ড থেকে ক্রিকেটের সব ফরমেট মিলিয়ে বর্তমান ক্রিকেটারদের প্রায় ৫৫০ মিলিয়ন রুপি দেওয়া হয়। সিনিয়র ক্রিকেটার হাফিজের পরেই আছেন তিন ফরম্যাটের দলপতি সরফরাজ আহমেদ। প্রায় ৩৩ মিলিয়ন রুপি আয় করেছেন তিনি। শুধুমাত্র টি-টোয়েন্টি ফরমেটে খেলা আফ্রিদির আয় ছিল ১৮ মিলিয়ন রুপি। আয়ের তালিকা অনুযায়ী পাকিস্তানের ক্রিকেটাররা: মোহাম্মদ হাফিজ (৩৯ মিলিয়ন রুপি), সরফরাজ আহমেদ (৩৩ মিলিয়ন রুপি), আজহার আলী (৩০ মিলিয়ন রুপি), ওয়াহাব রিয়াজ (২৯ মিলিয়ন রুপি), আহমেদ শেহজাদ (২৮ মিলিয়ন রুপি), শোয়েব মালিক (২৬ মিলিয়ন রুপি), ইউনিস খান (২৪ মিলিয়ন রুপি), মিসবাহ-উল-হক (২৪ মিলিয়ন রুপি), , আসাদ শফিক (২০ মিলিয়ন রুপি), উমর আকমল (১৮ মিলিয়ন রুপি), রাহাত আলী (১৭ মিলিয়ন রুপি), মোহাম্মদ ইরফান (১৫ মিলিয়ন রুপি), রিজওয়ান (১৪ মিলিয়ন রুপি), জুনায়েদ খান (১৩ মিলিয়ন রুপি), আনোয়ার আলী (১২ মিলিয়ন রুপি) এবং জুলফিকার বাবর (১১ মিলিয়ন রুপি)। আর/১২:১৪/২৬ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2uuFvlu
July 26, 2017 at 07:07AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top