ঢাকা, ১১ জুলাই- একজন জাতীয় দলের ওপেনিং ব্যাটসম্যান, অন্যজন ব্যাট করেন মিডল অর্ডারে। মাঠের ক্রিকেটে দুজনের জুটিটা তাই খুব একটা দেখা যায় না। বলছিলাম বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও জাতীয় দলের বাঁ-হাতি ওপেনার ইমরুল কায়েসের কথা। মাঠে হোক বা মাঠের বাইরে, দুজনই খুব ভালো বন্ধু। তবে মাঠের ক্রিকেটে এই জুটির ব্যাটিং খুব একটা দেখা না গেলেও মাঠের বাইরে ঠিকই জুটি বেঁধেছেন জাতীয় দলের এই দুই ক্রিকেটার। সাকিব এবং ইমরুল মিলে নেমেছেন রেস্টুরেন্ট ব্যবসায়। রাজধানীর মিরপুর এক নম্বর সেকশনে খুলেছেন সাকিবস ৭৫ রেস্টুরেন্ট অ্যান্ড কনভেনশন হল। মঙ্গলবার (১১ জুলাই) থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে সাকিব-ইমরুলের এই যৌথ ব্যবসা প্রতিষ্ঠান। এদিন দুপুরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সাকিবস ৭৫- এ ঢল নামে জাতীয় দলের তারকা ক্রিকেটারদের। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ফিটনেস ক্যাম্প শেষ করে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন জাতীয় দলের অধিকাংশ ক্রিকেটার। সেখানে উপস্থিত ছিলেন জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ, নাসির হোসেন, মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, আল আমিন হোসেন এবং সানজামুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন সাকিব ও ইমরুলের আত্মীয়-স্বজন ও পরিবারের অন্যন্য সদস্যরা। তবে ব্যক্তিগত কারণে অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি রেস্টুরেন্টের অন্যতম কর্ণধার সাকিব আল হাসান। সাকিব উপস্থিত না থাকলেও জাতীয় দলের অন্যান্য সতীর্থ এবং আমন্ত্রিত অতিথিদের নিয়ে কেক কাটেন প্রতিষ্ঠানটির আরেক কর্ণধার ইমরুল কায়েস। বেশ আনন্দঘন পরিবেশে কেক কাটার মধ্য দিয়ে সাকিবস ৭৫ এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এর আগে গেল ১২ এপ্রিল পহেলা বৈশাখকে সামনে রেখে সাকিবস ৭৫ এর উদ্বোধন করা হয়। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে ভারতে থাকায় উদ্বোধনী অনুষ্ঠানেও যোগ দিতে পারেননি সাকিব। উদ্বোধনী অনুষ্ঠানে সাকিবের প্রতিনিধি হিসেবে কন্যা আলাইনা হাসান অউব্রিকে নিয়ে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাকিব পত্নী উম্মে আহমেদ শিশির। আর/১০:১৪/১১ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2t15C4m
July 12, 2017 at 05:34AM
11 Jul 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top