ঢাকা, ১২ জুলাই- বর্তমানে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা ক্রিকেট। তাই স্বাভাবিকভাবেই ক্রিকেটাররাই দেশের সবচেয়ে বড় তারকা। আবার জাতীয় দলের ক্রিকেটার মানেই উন্মাদনা আরো বেশি। জনপ্রিয়তাও। তবে এ তারকাখ্যাতির কারণেই হোক বা অন্য কোনো কারণে বারবার ক্রিকেটাররা ঘটাচ্ছেন নানা কেলেঙ্কারি। আর এ জন্য বরাবরই বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)। তবে এমনটা চলতে থাকলে খুব বেশি বরদাস্ত করবে না দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি। ক্রিকেটাররা নিজেদের শৃঙ্খলার মধ্যে না আনলে এবং কেলেঙ্কারি থেকে দুরে না থাকলে সামনে আরো কঠিন শাস্তির হুমকি দিয়েছেন বিসিবির প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। দুইদিন আগেই বিসিবির কাছে চার পৃষ্ঠার এক অভিযোগপত্র দাখিল করেছেন বাংলাদেশ টেস্ট দলের পেসার মোহাম্মদ শহীদের স্ত্রী ফারজানা আক্তার। সেখানে উল্লেখ করেন তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করছেন শহীদ। নির্যাতনের লোমহর্ষক বর্ণনাও দেন শহীদের স্ত্রী। আর তার সূত্র ধরেই নাজমুল হাসান মঙ্গলবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের জানালেন, আমরা চাই সবকিছু ঠিকঠাক হয়ে যাক। নয়তো ভবিষ্যতে কঠিন অ্যাকশনে যেতে বাধ্য হব। শুধু শহীদ নয় দেশের ক্রিকেটের নানা কেলেঙ্কারিতে জড়িয়েছে বড় বড় নাম। রুবেল হোসেন, আরাফাত সানি, শাহাদাত হোসেন, আল-আমিন হোসেন হতে শুরু করে সাব্বির রহমান ও সাকিব আল হাসানের মতো সুপারস্টারও জড়িয়েছেন। কয়েকজন জেলও খেটেছেন। কেউ কেউ এখনও মামলার ঘানি টানছেন। এর সবই আন্তর্জাতিক মিডিয়ায় দিনের পর দিন ফলোআপ হতে থাকে। ক্রিকেট স্টারদের কেলেঙ্কারি বলে কথা। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ক্রিকেটের লজ্জায় পড়তে হচ্ছে। বিসিবির মাথা নত হচ্ছে। আগের ঘটনাগুলোতে বিসিবির অবস্থান উল্লেখ করে পাপন বলেন, যে ধরনের ঘটনাগুলো ঘটছে এগুলো আমাদের নজরে আছে। আমরা কেউই এগুলো গ্রহণ করে নিতে পারছি না। এর আগে যত ঘটনা ঘটেছে আমরা সমর্থন তো দূরে থাক অ্যাকশনেই গিয়েছি। বারবার কেন এমনটা হচ্ছে? পাপনের ভাষায়, আমি এটা প্রথম থেকেই বলে আসছি, একজন ভালো খেলোয়াড় হলে শুধু হবে না একজন ভালো মানুষও হতে হবে। এটাই গুরুত্বপূর্ণ। সেই জন্য আমরা অনেক চেষ্টা করছি তাদেরকে নিয়ন্ত্রণ করার। আমাদের তত্ত্বাবধানে যখন হোটেলে থাকে তখন আমরা আগের চেয়ে অনেক বেশি কঠোর হয়েছি। সমস্যা হচ্ছে, ওরা যখন এখান থেকে চলে যাচ্ছে। তখন ওদের ব্যক্তিগত বিষয়গুলোতে আমরা ধরতে পারছি না। আর/১০:১৪/১১ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2v9ed1N
July 12, 2017 at 06:04AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top