চিকুনগুনিয়ার দায়ভার কোনোভাবে ডিএনসিসির নয়: আনিসুল হক

Captureঢাকা:: রাজধানীতে চিকুনগু‌নিয়ার বিস্তারে সিটি করপোরেশনের কোনো দায় নেই বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটির মেয়র আনিসুল হক। মেয়র বলেন, এই রোগের বাহক এডিস মশা জন্মায় বাসা বা‌ড়ির ভেতরে। এর জন্য সিটি করপোরেশনকে দায়ী করা যায় না।

আজ শুক্রবার দুপু‌রে গুলশানে ঢাকা উত্তর সিটি করপোরেশন ভবনে চিকুনগু‌নিয়ার প্রাদুর্ভাব এবং ডিএনসিসির কার্যক্রম নিয়ে এক সংবাদ স‌ম্মেল‌নে মেয়র আনিসুল এ কথা ব‌লেন।

কয়েক মাস ধরে ঢাকায় ব্যাপকভাবে চিকুনগুনিয়া রোগ দেখা যাচ্ছে। এই রোগে আক্রান্ত হলে ভুক্তভোগীর জ্বর ছাড়াও ব্যাপক গা ব্যথা হয়। প্রচণ্ড ব্যথার কারণে অতিষ্ঠ হয় আক্রান্তরা।

চিকুনগুনিয়ার বিস্তারের জন্য স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সিটি করপোরেশনকে দায়ী করেছেন। তার অভিযোগ, করপোরেশনের মশা নিয়ন্ত্রণ কার্যক্রম পর্যাপ্ত নয়। স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বজনও সিটি করপোরেশনের ওপর অসন্তোষ প্রকাশ করেছেন।

ঢাকা উত্ত‌রের মেয়র বলেন, ‘‌কো‌টি কো‌টি মশা মু‌খের ডায়াল‌গে মে‌রে ফেল‌বেন, এটা ঠিক না। কোন মহামা‌রির জন্য ডিএন‌সি‌সি‌ দা‌য়ী না। চিকুনগু‌নিয়ার বাহক এডিস মশা ড্রেন বা নর্দমায় জন্মায় না। এটা প‌রিষ্কার পা‌ত্রে জ‌মে থাকা পা‌নি‌তে জন্মায়। ভব‌নের আন্ডার কন্সট্রাকশন চৌবাচ্চায় জ‌মে থাকা পা‌নি‌তে জন্মায়।’

‌মেয়র আরো ব‌লেন, ‘এডিস মশা খুবই সং‌বেদনশীল। কীটনাশক ছিটা‌লে এটা ম‌রে যায়। কিন্তু বাসা বা‌ড়ির ভেত‌রে কীটনাশক প্র‌য়ো‌গের প্র‌তিবন্ধকতা চিকুনগু‌নিয়ার অন্যতম কারণ।’

সিটি করপোরেশন মূলত কিউলেক্স মশা নিধন করে জানিয়ে মেয়র দাবি করেন, তারা পর্যাপ্ত ওষুধ ছিটাচ্ছেন। ‘আমার দ্বারা যতটুকু দরকার তার‌ থে‌কেও বে‌শি ওষুধ দি‌চ্ছি।’



from ঢাকা – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2tTy31p

July 14, 2017 at 06:20PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top