অটোয়া, ১৪ জুলাই- শেষ মুহূর্তে রবি শাস্ত্রীকে পেছনে ফেলে ভারতীয় ক্রিকেট দলের কোচ পদে এগিয়ে গিয়েছিলেন সাবেক মারকুটে ওপেনার বীরেন্দর শেবাগ। তবে নানা নাটকীয়তা শেষে বৃহস্পতিবার রবি শাস্ত্রীকেই বিরাট কোহরিদের প্রধান কোচ হিসেবে ঘোষণা দেওয়া হয়। এতে বেশ কষ্টই পেয়েছেন বীরু। তাই হয়তো কষ্ট ভুলতে অবকাশ যাপনে উড়াল দিয়েছেন কানাডায়। অবশ্য কানাডা যাওয়ার আগে একাধিক টুইটে সৌরভ গাঙ্গুলী, শচীন টেন্ডুলকার ও ভি ভি এস লক্ষণের সমন্বয়ে গঠিত বিশেষজ্ঞ কমিটির সিদ্ধান্তকে অভিনন্দন জানিয়েছেন শেবাগ। এই কমিটি শেবাগকে কোচ করার পক্ষে ছিলেন। পাঁচজনের মৌখিক পরীক্ষা নেওয়ার পর ভারতীয় ক্রিকেট নিয়ে বীরুর আগামী দুই বছরের পরিকল্পনায় তারা মুগ্ধ হন। তাই তাৎক্ষণিকভাবে কোচের নাম ঘোষণা না করে গাঙ্গুলী অধিনায়ক বিরাট কোহলিকে বিষয়টি অবহিত করার জন্য সময় নেন। কিন্তু সেখানে গিয়েই শেষ মুহূর্তে পিছু হটতে হয় সৌরভদের। রবি শাস্ত্রীর পক্ষে কোহলি শক্ত অবস্থান নেন। শেষ পর্যন্ত তাকেই করা হয় ভারতীয় দলের প্রধান কোচ। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, প্রথম ইনিংসে হেরে যাওয়ার পর শেবাগ হয়তো বেশ কষ্ট পেয়েছেন। এজন্য সোশ্যাল মিডিয়ায় দ্বিতীয় ইনিংস শুরু করেছেন। মানুষকে ট্রল করার সুযোগ তিনি কোনোভাবেই হাতছাড়া করতে রাজি নন। এজন্য শেবাগ কানাডায় গিয়ে ইন্ট্রোগ্রামে পোস্ট করা ছবিতে ট্রাভেলডায়েরি হ্যাশট্যাগসহ ক্যাপশন দিয়েছেন, কানাডায় এসে শীতল হচ্ছি। আর/১৭:১৪/১৪ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2uh3lSp
July 15, 2017 at 12:09AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top