পাহাড়ের অশান্তি অব্যাহত, থানা ঘিরে বিক্ষোভ মোর্চার

দার্জিলিং, ২ জুলাইঃ আজও উত্তপ্ত হয়েই থাকল পাহাড়। পুলিশ হেফাজতে থাকা মোর্চা নেত্রী ধনমায়া তামাংকে দার্জিলিং থেকে শিলিগুড়িতে নিয়ে আসা হলে রবিবার দার্জিলিংয়ে থানা ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে মোর্চা সমর্থকরা। মোর্চার দাবি, ওই নেত্রীকে দার্জিলিংয়েই রাখা হোক।

গত ৮ জুন পাহাড়ে মুখ্যমন্ত্রী থাকাকালীন গোর্খাল্যান্ডের দাবিতে তীব্র বিক্ষোভ দেখায় মোর্চা সমর্থকরা। সেসময় মোর্চা নেত্রী ধনমায়া তামাংকে গ্রেফতার করে পুলিশ। কিন্তু শনিবার মোর্চা নেত্রীকে শিলিগুড়িতে নিয়ে এলে ক্ষোভে ফেটে পড়েন মোর্চা সমর্থকরা। এদিন থানা ঘেরাও করে চলে মোর্চার বিক্ষোভ। কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী।

অন্যদিকে, রবিবার ভোর রাতে কার্সিয়াং সেন্ট আলফোনসাস স্কুলের সামনে একটি গাড়ি জ্বালিয়ে দেয় কিছু দুষ্কৃতী। পাশাপাশি কার্সিয়াং জিরো পয়েন্টের কাছে একটি গাড়িতেও ভাঙচুর চালানো হয় বলে জানা গিয়েছে। পাহাড়ে এইসব ঘটনায় তির মোর্চার দিকেই। তবে দলের সহ সম্পাদক বিনয় তামাং এই সব ঘটনার দায় স্বীকার করেননি।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2t5zg7a

July 02, 2017 at 07:45PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top