অস্ত্র মামলায় শিবগঞ্জের তেলকূপি’র দু’জনের ১৪ বছরের কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় দু’জনকে ১৪ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। দণ্ডপ্রাপ্তরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকুপি বাজারপাড়ার মনিরুল ইসলামের ছেলে সোহেল রানা ওরফে রানা (২৩) ও তেলকুপি লম্বাপাড়ার ফজলুর রহমানের ছেলে মজিবুর রহমান (৪৪)। রবিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ বিশেষ ট্রাইবুনাল-২ এর বিচারক এবং অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো.জিয়াউর রহমান আসামীদের উপস্থিতিতে এই দণ্ডাদেশ প্রদান করেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণ ও সহকারী সরকারী কৌসুলী আঞ্জুমান আরা জানান, ২০১৬ সালের ১১ জানুয়ারী র‌্যাবের অভিযানে শিবগঞ্জের চামাগ্রাম এলাকা থেকে ২টি বিদেশী পিস্তল, ৪টি ম্যাগজিন ও ১৩ রাউন্ড গুলিসহ রানা ও মুজিবুর আটক হয়। তাঁদের দেহ তল্লাশী করে ওইসব অস্ত্র ও গুলিগুলো পাওয়া যায়। পরেরদিন র‌্যাব-৫ রাজশাহী’র রেলওয়ে কলোনী ক্যাম্পের ডিএডি নায়েব সুবেদার তবিবুর রহমান বাদী হয়ে রানা ও মজিবুরকে অবৈধ আগ্নেয়াস্ত্র ব্যবসায়ী হিসেবে আসামী করে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯ এর (এ) ধারায় শিবগঞ্জ থানায় মামলা করেন। মামলার সাক্ষ্য গ্রহণ ও শুনানী শেষে বিজ্ঞ আদালত এই দণ্ডাদেশ প্রদান করে।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০২-০৭-১৭


from Chapainawabganjnews http://ift.tt/2sAPUIm

July 02, 2017 at 06:25PM
02 Jul 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top