চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় দু’জনকে ১৪ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। দণ্ডপ্রাপ্তরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকুপি বাজারপাড়ার মনিরুল ইসলামের ছেলে সোহেল রানা ওরফে রানা (২৩) ও তেলকুপি লম্বাপাড়ার ফজলুর রহমানের ছেলে মজিবুর রহমান (৪৪)। রবিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ বিশেষ ট্রাইবুনাল-২ এর বিচারক এবং অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো.জিয়াউর রহমান আসামীদের উপস্থিতিতে এই দণ্ডাদেশ প্রদান করেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণ ও সহকারী সরকারী কৌসুলী আঞ্জুমান আরা জানান, ২০১৬ সালের ১১ জানুয়ারী র্যাবের অভিযানে শিবগঞ্জের চামাগ্রাম এলাকা থেকে ২টি বিদেশী পিস্তল, ৪টি ম্যাগজিন ও ১৩ রাউন্ড গুলিসহ রানা ও মুজিবুর আটক হয়। তাঁদের দেহ তল্লাশী করে ওইসব অস্ত্র ও গুলিগুলো পাওয়া যায়। পরেরদিন র্যাব-৫ রাজশাহী’র রেলওয়ে কলোনী ক্যাম্পের ডিএডি নায়েব সুবেদার তবিবুর রহমান বাদী হয়ে রানা ও মজিবুরকে অবৈধ আগ্নেয়াস্ত্র ব্যবসায়ী হিসেবে আসামী করে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯ এর (এ) ধারায় শিবগঞ্জ থানায় মামলা করেন। মামলার সাক্ষ্য গ্রহণ ও শুনানী শেষে বিজ্ঞ আদালত এই দণ্ডাদেশ প্রদান করে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০২-০৭-১৭
মামলার সংক্ষিপ্ত বিবরণ ও সহকারী সরকারী কৌসুলী আঞ্জুমান আরা জানান, ২০১৬ সালের ১১ জানুয়ারী র্যাবের অভিযানে শিবগঞ্জের চামাগ্রাম এলাকা থেকে ২টি বিদেশী পিস্তল, ৪টি ম্যাগজিন ও ১৩ রাউন্ড গুলিসহ রানা ও মুজিবুর আটক হয়। তাঁদের দেহ তল্লাশী করে ওইসব অস্ত্র ও গুলিগুলো পাওয়া যায়। পরেরদিন র্যাব-৫ রাজশাহী’র রেলওয়ে কলোনী ক্যাম্পের ডিএডি নায়েব সুবেদার তবিবুর রহমান বাদী হয়ে রানা ও মজিবুরকে অবৈধ আগ্নেয়াস্ত্র ব্যবসায়ী হিসেবে আসামী করে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯ এর (এ) ধারায় শিবগঞ্জ থানায় মামলা করেন। মামলার সাক্ষ্য গ্রহণ ও শুনানী শেষে বিজ্ঞ আদালত এই দণ্ডাদেশ প্রদান করে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০২-০৭-১৭
from Chapainawabganjnews http://ift.tt/2sAPUIm
July 02, 2017 at 06:25PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন