ছাতকে দু’পক্ষের সংঘর্ষে প্রায় ২০ জন আহত

নিজস্ব সংবাদদাতা :: সুনামগঞ্জের ছাতকে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষে প্রায় ঘন্টাব্যাপী সংঘর্ষে গুলিবিদ্ধসহ প্রায় ২০ব্যক্তি আহত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার দোলারবাজার ইউপির ঝিগলী গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার সময় প্রায় ১০রাউন্ড গুলি বিনিময় হয়েছে বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঝিগলী গ্রামের আজিজুর রহমান ও আবুল হাসনাত পক্ষের মধ্যে প্রভাব বিস্তারকে কেন্দ্র দীর্ঘদিন উত্তেজন চলে আসছে। এনিয়ে বৃহস্পতিবার বিকেলে ঝিগলী জামে মসজিদের পাশের সড়কে দু’পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এসময় উভয় পক্ষের লোকজন প্রায় ১০ রাউন্ড গুলি ছুড়ে।

সংঘর্ষে হাসনাত পক্ষের নজির (৪৫), বদরুজ্জামান (৩০), সাইস্তা (২৮), মুকিত (৩৩), রহিম (৩২), আজিজুল (৩৪) সহ কয়েকজনকে গুলিবিদ্ধ অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া আজিজ পক্ষে কয়েছ মিয়া (৩০), সালেহ আহমদ (৩৫), মাসুম (২৪) ও জলাল (৩০) সহ অন্যান্য আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ব্যাপারে ছাতক থানার অফিসার্স ইনচার্জ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2tMJmeQ

July 27, 2017 at 08:02PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top