কলকাতা, ২৭ জুলাই- বিজেপির মহিলা মোর্চার দায়িত্বই আনা হয়েছে তাঁকে। তাই দায়িত্ব আগের তুলনায় অনেকটাই বেড়েছে l আর এবার লকেট চট্টোপাধ্যায় বললেন, মহিলাদের সন্মান রক্ষা করতে এবার মাতৃশক্তি বাহিনী গড়ে তোলা হবে। যত শিগগির সম্ভব এ বিষয়ে কাজ শুরু করা হবে বলেও জানিয়েছেন লকেট চট্টোপাধ্যায়। পঞ্চায়েত ভোটের আগেই ওই বাহিনী গড়ে তোলা হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন লকেট। এদিকে জাতীয় সার্ভেতে ধর্ষণে আমাদের রাজ্য একেবারে প্রথম দিকে। এখানে কি প্রশাসন বলে কিছু রয়েছে? পুলিশ তো তৃণমূলের কথায় ওঠে বসে। সম্প্রতি এভাবেই অভিযোগ করেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। তাঁর আরও অভিযোগ, রাজ্যে এরকম অরাজকতা থাকলে মহিলাদের নিরাপত্তা থাকবে কীভাবে? সার্ভেতে যেভাবে ধর্ষণে পশ্চিমবঙ্গ এগিয়ে বলে দেখানো হয়েছে, সেই প্রেক্ষিতে একজন মহিলা হিসেবে তা ভাবতে লজ্জাবোধ হয়। মুখ্যমন্ত্রীও লজ্জা হয় কি না, তা তাঁর জানা নেই বলেও কটাক্ষ করেন বিজেপি নেত্রী।
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2v2rhJf
July 28, 2017 at 02:05AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন