ঢাকা::ঢাকার সাভারে দুই তরুণী ধর্ষণ মামলার প্রধান আসামি লিটন আলী মণ্ডলের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
গতকাল বুধবার ঢাকার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আতিকুল ইসলাম এ রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা সাভার থানার পরিদর্শক আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করেন। তাতে বলা হয়, ঘটনার মূল রহস্য উদ্ঘাটনের জন্য এই আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত শনিবার মামলার আরও দুই আসামি মুকাররম হোসেন ও মিজানুর রহমানের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ধর্ষণের শিকার দুই তরুণীর মধ্যে একজন গত শুক্রবার সাভার মডেল থানায় মামলা করেন। মামলায় ওই তিনজনকে আসামি করা হয়।
অভিযোগে বলা হয়, নাটকে অভিনয়ের সুযোগ দেওয়ার কথা বলে এনে তাদের পালাক্রমে ধর্ষণ করা হয়। পৌর এলাকার সোবহানবাগ পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) কার্যালয়ের পাশের লিজেন্ড কলেজ নামের একটি ভবনে গত বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
ওই দুই তরুণীর ভাষ্য, তারা মিউজিক ভিডিওর মডেল। থাকেন গাজীপুরে। মাস তিনেক আগে মুঠোফোনে তাদের সঙ্গে লিটন মণ্ডল নামের এক ব্যক্তির পরিচয় হয়। ওই পরিচয়ের সূত্র ধরে লিটন তাদের নাটকে অভিনয়ের সুযোগ দেওয়ার কথা বলেন। তার কথামতো গত বৃহস্পতিবার রাত নয়টার দিকে তারা সাভার আসেন।
লিটন ও তার এক সহযোগী তাদের একটি ছয়তলা বাড়ির দ্বিতীয় তলায় নিয়ে যান। সেখানে লিটনসহ আরও দুজন ছিলেন। রাতে তারা জানালা দিয়ে চিৎকার করতে থাকলে আশপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করেন। লিটন ও তার সহযোগী কৌশলে পালিয়ে যান।
from ঢাকা – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2t3Ws7s
July 12, 2017 at 10:46PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন