ফের শাহজালাল বিমানবন্দর থেকে ১৯টি আগ্নেয়াস্ত্র জব্দ।

সুরমা টাইমস ডেস্ক;

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমদানি নিষিদ্ধ আরও ১৯টি আগ্নেয়াস্ত্র জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

মঙ্গলবার (১১ জুলাই) বিমানবন্দরের ফ্রেইট ইউনিটে এসব আগ্নেয়াস্ত্র ধরা পড়ে। এগুলো মেসার্স ইমরান আর্মস অ্যান্ড কোম্পানির নামে আমদানি করা হয় বলে শুল্ক গোয়েন্দা বিভাগের মহাপরিচালক ড. মইনুল খান জানান।

তিনি আরো জানান, আমদানি নীতি আদেশ অনুযায়ী পুরানো ও অকার্যকর অস্ত্র আনার উপরে নিষেধাজ্ঞা রয়েছে। বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও তাদের অস্ত্র বিশেষজ্ঞরা আজকের অস্ত্র পরীক্ষার সময় উপস্থিত ছিলেন।

অস্ত্র পরীক্ষায় দেখা যায়, ১৯টি অস্ত্র পুরানো ও ফ্যাব্রিকেটেড। একইসঙ্গে এসব অস্ত্রের অধিকাংশের বডির বিভিন্ন অংশের গায়ে খোদাই করা মুদ্রিত ইউনিক নম্বর ভিন্ন ভিন্ন।

গত ৯ (রোববার) জুলাই বিমানবন্দরের এয়ারকার্গো থেকে আমদানি নিষিদ্ধ দুটি ওয়ালথার পিপি পিস্তল বাকি দুটি পিস্তল জব্দ করা হয়েছিল। এই অনিয়মের কারণে শুল্ক আইনের বিধান অনুসারে মোট ২১টি অস্ত্র আটক হলো বলেও জানান ড. মইনুল খান।

তিনি আরো জানান, এ বিষয়ে শুল্ক গোয়েন্দার পক্ষ থেকে তদন্ত করা হবে।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2tEwq9x

July 11, 2017 at 09:36PM
11 Jul 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top