তক্ষক সহ গ্রেফতার এক

বীড়পাড়া, ১১ জুলাইঃ দলগাঁও বনপ্তর ও এসএসবির যৌথ অভিযানে উদ্ধার করা হল তিনটি তক্ষক। আজ দুপুর ১টা ৩০ মিনিট নাগাদ খগেনহাটের মাভাণ্ডানির এলাকার একটি সাইকেলের দোকান থেকে তক্ষকগুলি উদ্ধার করা হয়। অবৈধভাবে তক্ষক রাখার অভিযোগে ওই সাইকেল দোকানের মালিককে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম বিশ্বনাথ শৈবা।

দলগাঁও বনদপ্তরের রেঞ্জার রাজীব দে জানান, গোপন সূত্রে খবর পেয়ে এদিন দুপুরে এসএসবি সিমলাবাড়ি ফালাকাটা ৫৩ নম্বর ব্যাটেলিয়নের জওয়ান এবং দলগাঁও বনদপ্তরের কর্মীরা যৌথ অভিযান চালিয়ে তক্ষকগুলি উদ্ধার করে। ঘটনার তদন্ত শুরু করেছে বনদপ্তর।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2sMc3Ea

July 11, 2017 at 09:43PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top