কলকাতা, ২১ জুলাই- খানাখন্দে ভরা রাস্তা। বর্ষার বৃষ্টিতে আরও বেহাল। অনেকবার সংস্কারের দাবি করেছিলেন৷ দাবি না মেটায় স্থানীয় বাসিন্দারা বৃহস্পতিবার সকাল ১০টা নাগাদ পথ অবরোধ করেন। তাঁদের অবরোধের ধরন ছিল অভিনব। রাস্তায় ধান চারা লাগিয়ে বিক্ষোভ দেখান তাঁরা। ঘটনা পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানার অন্তর্গত চাঁইপাট এলাকার৷ এই এলাকার বেশ কয়েকটি রাস্তা রয়েছে যেগুলি দীর্ঘদিন ধরেই বেহাল৷ তার মধ্যে অন্যতম চাঁইপাট থেকে চকিরহাট-এর রাস্তা৷ দাসপুর ২ নং ব্লকের চাঁইপাট থেকে চাকিরহাট পর্যন্ত রাস্তাটি দীর্ঘদিন ধরেই বেহাল। বহুদিন মেরামতি না হওয়ায় রাস্তা বড় বড় গর্ত, পিচ উঠে বেরিয়ে পড়েছে মাটি, বর্ষার বৃষ্টিতে জল জমে সেই রাস্তায় চলাফেরাই দায়। এই রাস্তা ব্যবহার করে বেলডাঙা, মদপুকুর, ভুঁঞারা, চক চাঁইপাট-সহ ১০-১২টি গ্রামের বাসিন্দা। চলে ছোট-বড় নানান যানবাহন। এলাকার ছাত্রছাত্রীরা এই রাস্তা দিয়েই স্কুল-কলেজে যায়। বছর তিনেক ধরে স্থানীয় বাসিন্দারা এই রাস্তা মেরামতির দাবি জানিয়ে আসছেন বিভিন্ন স্তরে। সেই দাবি পূরণ না হওয়ায় স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখান বৃহস্পতিবার। রাস্তা অবরোধ করে সকাল ১০টা থেকে প্রতিবাদীরা ধানচারা লাগিয়ে দেন রাস্তার খানাখন্দে৷ এই কাণ্ডের জেরে প্রায় দুঘন্টা ধরে অবরুদ্ধ থাকে রাস্তাটি৷ পরে দাসপুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতির সামাল দেয়৷ দাসপুর ২ নং ব্লকের বিডিও বিট্টু ভৌমিক বলেন ওই রাস্তা মেরামতির উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা করার আবেদন জানানো হয়েছে। আর/১০:১৪/২১ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2vsyfVK
July 22, 2017 at 04:56AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top