ঢাকা, ২১ জুলাই- আঞ্জুমান আরা বকুল। তিনি বাংলাদেশের একজন সুপরিচিত সংগীতশিল্পী ও অভিনেত্রী। বর্তমানে তাহসান-মিথিলার ডিভোর্স প্রসঙ্গ নিয়ে সরগরম সামাজিক গণমাধ্যম। চলছে আলোচনা সমালোচনা, যে যার মতো দিচ্ছেন প্রতিক্রিয়া। আঞ্জুমান আরা বকুল সেসব প্রতিক্রিয়া পড়ে ব্যক্ত করেছেন নিজের প্রতিক্রিয়া। তিনি তার নিজ ফেসবুক অ্যাকাউন্টে তাহসান-মিথিলা প্রসঙ্গে যা লিখেছেন, তা শব্দ, বাক্য ও বিরামচিহ্ন অপরিবর্তিত রেখে তুলে দেওয়া হলো এখানে: প্রসংগ তাহসান মিথিলা। ঘটনা আর কিউট সুইট নয়। অঘটন ডিভোর্স। মাত্র ১১ বছরের সুখের সংসার। তাইত! যারা বলছেন, মিডিয়ার মানুষ এমনি তাদের জন্য আমার এই লেখা। এইত সেদিন মেয়েরা সব মিথিলা হব। তাহলে তাহসান কে পাব। আদিখ্যেতা দেখতাম আর হাসতাম। কী অবলীলায় আমাদের মেয়েরা জেনে শুনে বিবাহিত পুরুষের পানে হাত বাড়ায়। নির্লজ্জ আর কা কে বলে। বরং এখন খুশি হয়ে একটা লাফ দিক তাহসান ভক্ত মিথিলা ভক্তরা। কারন এখন তারা সিংগেল। আরে ভাই এই মিডিয়ার নায়ক রাজ রাজ্জাক বিয়ের ৫০ অতিক্রম করেছেন,শাবানা ম্যাডাম,(৫০ এর কাছা কাছি) লায়না হাসান, হাসান ইমাম, বুলবুল আহমেদ আমৃত্যু,শিল্পি মুস্তাফা মনোয়ার মেরী মনোয়ার,আব্দুল্লাহ আবু সাঈদ, রওশন আরা সাঈদ, এমন আরো অনেক নাম লিখে শেষ করা যাবেনা। কই তাদের কে কতবার সাধুবাদ জানিয়েছেন,যে এদের আপনি মুর্দাবাদ জানাচ্ছেন। আরে ভাই মিডিয়ার বাইরে এমন অনেক ডিভোর্স আমার চোখের সামনে ঘটছে যাদের বিয়ের বয়স ২৬ পার হয়েছে। ৪০ বছর পর ডিভোর্স দিয়েছে। কোনটা মধ্যস্থতা করে দিতে পারছি কোনটা ঝঞ্জাট ছাড়াই হাসি মুখে আলাদা করে দিচ্ছ। তিক্ততার চেয়ে দুরত্ব অনেক ভাল। আরে ভাই একবার ভাবুন,দুজন মানুষ ভালবেসে একসময় ব্যকুল হয়,সেই দুজনেই আবার কী কারনে আলাদা হওয়ার জন্য আকুল হয়,তার মুল উদঘাটন করুন।সেখানে জল সিঞ্জন করুন। তবে আর এমন হা হুতাশ করে গলা শুকাতে হবেনা। আর একটি কথা ঘরের খেয়ে আর কত বোনের মোষ তাড়াবেন! আর নয়ত এসব নাটক ফাটক টিভি ফিল্ম দেখা ছেড়ে দিন। তাহলে অনেক কিছুই আর দেখতে হবেনা। ইচ্ছামত মাথায় তুলবেন ইচ্ছামত নামাবেন তা হবেনা। ভেবে দেখুন তারাও মানুষ।তা রা কিন্তু আপনার হাড়ির খবর নিয়ে মাতামাতি করেনা। বরং আপনাকে বিনোদন দিয়ে,নিজে অনেক সময় খালি হাতে ক্লান্তি সাথে করে ঘরে ফেরে। এআর/২২:৫৮/২১ জুলাই
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2vJ3awa
July 22, 2017 at 04:58AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন