মুম্বাই, ০৭ জুলাই- ক্যাটরিনা কাইফ ও রণবীর কাপুর। বলিউডের আলোচিত দুই অভিনয়শিল্পী। দুজন সবচেয়ে বেশি আলোচনায় এসেছেন একসঙ্গে দীর্ঘদিন প্রেম করে। লিভ টুগেদারও করেছেন ক্যাট ও রণবীর। তবে সেই প্রেমের সম্পর্ক নেই। এখন তারা দুজনে শুধুই বন্ধু। ব্রেকআপের পর অবশ্য একে অপরের মুখও দেখেননি। তবে দুজনে যখন গভীর সম্পর্কে মজে ছিলেন তখন চুক্তিবদ্ধ হওয়া একটি সিনেমার কারণে আবারও একসঙ্গে পর্দায় আসতে হচ্ছে তাদের। আলোচিত এই জুটির নতুন সিনেমা জাগ্গা জাসুস খুব শিগগিরই মুক্তি পাবে। এই জুটি বর্তমানে সিনেমার প্রচারণায় ব্যস্ত। ব্রেকআপের জ্বালা ভুলতে নতুন প্রেমিকা বাগিয়ে নিয়েছেন রণবীর কাপুর। মাঝে মাঝে ডেটিংও করছেন নায়ক। যদিও প্রকাশ্যে এ বিষয়ে মুখ খোলেননি রণবীর জুনিয়র। রণবীর নতুন প্রেমে মজলেও এখনও কোনো সম্পর্কে জড়াননি ক্যাটরিনা কাইফ। তবে তাকেও মাঝে মাঝে সাবেক প্রেমিক বয় সালমান খানের সঙ্গে দেখা যায়। রণবীর কাপুর যে প্রেম করছেন সেই খবর প্রকাশ করেছে বলিউড লাইফ। সেই প্রেমিকার সঙ্গে ক্যাটরিনা কাইফকে নাকি পরিচয়ও করিয়ে দিয়েছেন। রণবীরের নতুন গার্লফ্রেন্ড অবশ্য কোনো মিডিয়ার লোক নন। থাকেন মুম্বাইয়ে। আর সিনেমার প্রচারণায় গিয়েই ক্যাটরিনার সঙ্গে নতুন প্রেমিকাকে পরিচয় করিয়ে দেন রণবীর। অবশ্যই তার নাম জানা যায়নি। ক্যাটরিনার সঙ্গে পুনরায় যেন প্রেমে জড়িয়ে না পরেন সেজন্য সব সময় বর্তমান প্রেমিকাকে সঙ্গে রাখার চেষ্টা করেন রণবীর। তাছাড়া নতুন প্রেমিকা সঙ্গে না থাকলে সব সময় রণবীর তার সঙ্গে ফোনে ব্যস্ত থাকার চেষ্টা করেন। তবে এ ব্যাপারে ক্যাটরিনার প্রশংসা অবশ্যই করতে হয়। কেননা এমন পরিস্থিতির (রণবীরের সঙ্গে ব্রেকআপ) পরও নিজেকে একেবারে শান্ত রেখেছেন এই নায়িকা। এআর/১৮:১৫/০৭ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2sO1ULm
July 08, 2017 at 12:15AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top