মৌলভীবাজারে পানিবাহিত রোগের প্রাদুর্ভাবের আশঙ্কা।

নিজস্ব প্রতিনিধি: উজানে বৃষ্টিপাত না হওয়ায় মৌলভীবাজারের কুলাউড়া, জুড়ী ও বড়লেখায় বন্যার পানি কমতে শুরু করেছে। তবে রাজনগর উপজেলার মনু প্রকল্প এলাকায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। আর এসব বন্যা কবলিত অঞ্চলের কিছু কিছু স্থানে নানা ধরণের পানিবাহিত রোগ দেখা দিয়েছে বলে জানা গেছে।

হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, বন্যায় পানিবন্দি মানুষেরা বাধ্য হয়েই পানিতে চলাফেরা করছেন আর এ জন্য নানা ধরণের চর্মরোগ দেখা দিয়েছে অনেকের, তবে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় তাদের পক্ষে সদর হাসপাতালে যাওয়া সম্ভব হচ্ছে না। এছাড়াও জলাবদ্ধ হয়ে থাকা এলাকার শিশুরা নানা ধরণের রোগে ভুগছেন বলেও জানা যায়। হাসপাতাল সূত্রে জানা যায়, জলাবদ্ধ থাকায় ও স্যাঁতস্যাতে আবহাওয়ার কারণে শিশুরা শ্বাসকষ্ট ও নিউমোনিয়ার মতো কিছু রোগে আক্রান্ত হচ্ছেন, তবে বিষয়টি এখনো মহামারীর পর্যায়ে যায়নি।

এ বিষয়ে মৌলভীবাজার সিভিল সার্জন সত্যকাম চক্রবর্তী জানান, বন্যা কবলিত এলাকার জন্য ৬৭টি মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। তবে আমরা এসব এলাকাকে রোগের জন্য ঝুকিপূর্ন মনে হচ্ছে। তবুও আমরা সব ধরনের ব্যবস্থা গ্রহন করে রেখেছি।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2sO9eXr

July 07, 2017 at 06:15PM
07 Jul 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top