শিলিগুড়ি, ০৩ জুলাই- উত্তপ্ত পাহাড়ে ফের ঘনীভূত অশান্তির কালো মেঘ৷ পৃথক রাজ্যের দাবিতে মোর্চার লাগাতার আন্দোলনে স্তব্ধ পাহাড়৷ গোর্খাল্যান্ডের দাবিকে কেন্দ্র করে এই মুহূর্তে বিভক্ত গোটা বাংলা৷ একদিকে যখন শিলিগুড়িতে গোর্খাল্যান্ড বিরোধী আন্দোলনে পা মেলালেন হাজার হাজার মানুষ, ঠিক তখনই মশাল জ্বালিয়ে পাহাড়ের রাজপথের দখল নিলেন মোর্চার হাজার দুয়েক কর্মী-সর্থক৷ মিছিল পাল্টা মিছিলে পাহাড়ে নতুন করে তৈরি হচ্ছে উত্তেজনা৷ পাহাড় ও সমতলে দফায় দফায় মিছিলের জেরে আজও উত্তপ্ত হয়ে ওঠে দার্জিলিং৷ পুলিশ হেফাজতে থাকা মোর্চা নেত্রী ধনমায়া তামাংকে দার্জিলিং থেকে শিলিগুড়িতে নিয়ে আসা হলে রবিবার দার্জিলিংয়ে থানা ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে মোর্চা সমর্থকরা। মোর্চার দাবি, ওই নেত্রীকে দার্জিলিংয়েই রাখা হোক৷ গত ৮ জুন পাহাড়ে মুখ্যমন্ত্রী থাকাকালীন গোর্খাল্যান্ডের দাবিতে তীব্র বিক্ষোভ দেখায় মোর্চা সমর্থকরা। রবিবার ভোর রাতে কার্শিয়াং সেন্ট আলফোনসাস স্কুলের সামনে একটি গাড়ি জ্বালিয়ে দেয় কিছু দুষ্কৃতী। পাশাপাশি কার্শিয়াং জিরো পয়েন্টের কাছে একটি গাড়িতেও ভাঙচুর চালানো হয় বলে জানা গিয়েছে। পাহাড়ে এইসব ঘটনায় তির মোর্চার দিকেই। তবে দলের সহ সম্পাদক বিনয় তামাং এই সব ঘটনার দায় স্বীকার করেননি৷
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2sBXJNV
July 03, 2017 at 07:28AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন