কলকাতা, ০৩ জুলাই- প্রথমে সমর্থন করলেও, চালু হওয়ার ঠিক আগেই জিএসটি নিয়ে সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ কেন্দ্রের জিএসটি-র বিরোধিতায় সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি৷ মোদী-জেটলির বিপক্ষে বিরোধী শিবিরের বলিষ্ঠ নেতৃত্বের ভার তুলে নিয়েছেন নিজের কাঁধে৷ তবে এবার রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে জিএসটি ইস্যুতে এক চুলও জায়গা ছেড়ে দিতে রাজি নয় রাজ্য বিজেপি৷ যে অর্থমন্ত্রী অরুণ জেটলির বিরোধিতায় নেমেছেন মুখ্যমন্ত্রী এবার তাঁকেই পশ্চিমবঙ্গে এনে মমতা বন্দ্যোপাধ্যায়কে বেগ দিতে চাইছে গেরুয়া শিবির৷ রাজ্য বিজেপি সূত্রের খবর, জিএসটি ইস্যুতে মানুষের ভুল ভাঙাতে চলতি মাসেই রাজ্যে আসতে পারেন অর্থমন্ত্রী অরুণ জেটলি সহ বিজেপির বেশকিছু হেভিওয়েট কেন্দ্রীয় মন্ত্রী৷ তালিকায় নাম রয়েছে জয়ন্ত সিনহা, অর্জুন মেঘওয়াল, বাবুল সুপ্রিয় প্রমুখের৷ ইতিমধ্যেই রাজ্য বিজেপি-র পক্ষ থেকে সময় চেয়ে তাদের কাছে আবেদন পত্র পাঠিয়ে দেওয়া হয়েছে বলেও জানা গিয়েছে৷ দিল্লি থেকে সবুজ সংকেত পেলেই সবকিছু ব্যবস্থা করে ফেলা হবে রাজ্যের গেরুয়া শিবিরের পক্ষ থেকে৷ সূত্রের খবর, রাজ্যে এসে মূলত চেম্বার অফ কমার্স ও ব্যবসায়িক সংগঠন গুলির সঙ্গে বৈঠক করতে পারেন অর্থমন্ত্রী অরুণ জেটলি৷ তবে কবে কেন্দ্রীয় মন্ত্রীরা আসবেন তবে প্রচার শুরু হবে, সেই অপেক্ষা করতে নারাজ রাজ্য বিজেপি৷ এখনও চলছে বিজেপি-র বিস্তারক যোজনা৷ সেখানে কেন্দ্রের বিভিন্ন প্রকল্প বাড়ি বাড়ি গিয়ে প্রচার করছেন নেতা-কর্মীরা৷ এবার সেই বিস্তারক যোজনায় জিএসটি-র সুফলও প্রচার করা হবে৷ এমনই জানিয়েছেন রাজ্য বিজেপির ট্রেডার্স সেলের কনভেনর সুধীর কুমার পান্ডে৷ চলতি সপ্তাহ থেকেই তারা রাজ্যের প্রতিটি মন্ডলে গিয়ে মানুষকে জিএসটি-র সুফল বোঝাবেন বলে জানান সুধীর বাবু৷ আপাতত স্থির হয়েছে ৪ জুলাই মঙ্গলবার মুর্শিদাবাদ, ৯ জুলাই রবিবার পুরুলিয়া ও ১২ জুলাই রবিবার খড়গপুরে জিএসটি প্রচার করবে ট্রেডার্স সেল৷ এই বিষয়ে রবিবার রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে বৈঠক হয় ট্রেডার্স সেলের৷ সেই বৈঠকেই রাজ্য বিজেপি সভাপতির পক্ষ থেকে রাজ্যে জিএসটি-র সদর্থক প্রচার করার সবুজ সংকেত দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে৷
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2t6E2RR
July 03, 2017 at 07:17AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন