শিলিগুড়ি, ১১ জুলাইঃ আচমকাই ভেঙে পড়ল বিল্ডিংয়ের একাংশ। আজ সকালে এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় শিলিগুড়ি কলেজপাড়া এলাকায়। স্থানীয়দের অভিযোগ, পর্যাপ্ত পরিকাঠামো ছাড়াই অবৈধভাবে ওই বিল্ডিংয়ের উপরতলার নির্মাণ কাজ চলছিল। এর জেরে এদিন সকালে হঠাত্ই উপতলার ওই অংশটুকু ভেঙে পড়ে। তবে এই ঘটনায় কেউ আহত হয়নি বলে খবর। খবর পেয়ে ইতিমধ্যেই ঘটনাস্থলে যান পর্যটনমন্ত্রী গৌতম দেব ও শিলিগুড়ি পুরনিগমের মেয়র অশোক ভট্টাচার্য।
গৌতম দেবের অভিযোগ, অবৈধভাবে বিল্ডিং নির্মাণের বিষয়ে আগেই পুরনিগমকে জানানো হয়েছিল। তবে সেখান থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2u3BmFT
July 11, 2017 at 02:53PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন