কলকাতা, ১১ জুলাই- রাজ্যে হিংসা ছড়ানোর জন্য ঘুরিয়ে কেন্দ্রের দিকেই আঙুল তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ এনে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলা এগিয়ে চললেই অশান্তি পাকানোর চেষ্টা চালায় কেন্দ্রীয় সরকার। রাজ্যের বিরুদ্ধে এমন ষড়যন্ত্র আর মানা হবে না। কড়া হাতেই তা মোকাবিলা করা হবে। কেন্দ্রীয় সরকারের দিকে চ্যালেঞ্জ ছুড়ে তিনি বলেন, কেন চক্রান্ত করবে কেন্দ্র, তার জবাব চাই। সোমবার পূর্ব মেদিনীপুরের নন্দকুমারের জনসভায় কেন্দ্রীয় সরকারকে এক হাত নেন মুখ্যমন্ত্রী। তিনি নাম না করেই দেশের প্রধানমন্ত্রীকে দ্ব্যর্থহীনভাষায় আক্রমণ করেন। বলেন, দেশের নেতা শান্তি ও উন্নয়নের কথা ভাবে, কখনও দেশকে জ্বালায় না। তাই দেশের মানুষকে বলব দেশকে রক্ষা করুন। বলব, হিংসা হল দূষণ, আর শান্তি তার সমাধান। তাই হিংসা নয়, শান্তির পথে ফিরে আসুন। মমতা বন্দ্যাপাধ্যায়ের কথায়, রাজ্যে ষড়যন্ত্র করছে কিছু শক্তি। সেই শক্তির বিরুদ্ধে একসঙ্গে লড়াই করতে হরবে। সব ধর্ম, সব সম্প্রদায় মিলে মোকাবিলা করতে হবে অশুভ শক্তির। বাংলা হল সভ্যতা ও শিক্ষার প্রতিষ্ঠান, এটা হিংসার জায়গা নয়। এখানে হিংসা বরদাস্ত করা হবে না। তিনি রাজ্যবাসীর উদ্দেশে এদিন বার্তা দেন, একতাই হল শক্তি, একতাই সংহতি। একসঙ্গে মিলে অশান্তি-হিংসার বিরুদ্ধে লড়ুন। মুখ্যমন্ত্রীর অভিযোগ, দার্জিলিংয়ে অশান্তি সত্ত্বেও বাহিনী পা্ঠাচ্ছে না কেন্দ্র। আদালতের নির্দেশ সত্ত্বেও কেন্দ্র সিআরপিএফ দেয়নি। উল্টে ঝাড়গ্রাম থেকে বাহিনী সরানোর চক্রান্ত চলছে। পাহাড়কে জ্বালানো হচ্ছে ষড়যন্ত্র করে। আবার জঙ্গলমহল থেকেও বাহিনী সরিয়ে অশান্তি পাকানোর চেষ্টা চালানো হচ্ছে। তিনি বলেন, বাইরে থেকে লোক ঢুকিয়ে অশান্তি পাকানো হচ্ছে। কেন্দ্রের বাহিনী সীমানা পাহারা দেয়। তা সত্ত্বেও এসব হচ্ছে কী করে? প্রশ্ন তোলেন মমতা। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, রাজ্যে ধর্মীয় বিদ্বেষ ছড়ানো হচ্ছে। আর এই কাজে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করা হচ্ছে। ফেসবুকের বদলে ফেকবুক চলছে। ভোজপুরী সিনেমার ক্লিপিংস ব্যবহার করে বিদ্বেষ ছড়ানো হচ্ছে। আসলে আগুন জ্বালানো ছাড়া এদের কোনও কাজ নেই। এ বিষয়ে মমতার হুঁশিয়ারি, অসম্মান আর অপপ্রচার করে বাংলাকে ঠেকানো যাবে না। শিল্প ও কৃষিকাজে তাঁর সরকার সমস্তরকম সহযোগিতা করবে বলে জানান মমতা। তিনি বলেন, রাজ্যে শিল্প বেড়ে উঠুক, কেউ যেন শিল্পপতিদের বিরক্ত না করেন। সেইসঙ্গে তাঁর সরকার চায়, কৃষিতেও এগিয়ে চলুক রাজ্য। শিল্পের পাশাপাশি কৃষিরও উন্নয়নও দরকার। এদিন মমতা জানান, হলদিয়াতে আরও বিনিয়োগ করা হবে। বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র তৈরি হবে হলদিয়ায়।
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2u815fX
July 11, 2017 at 08:29PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন