উইম্বলডন, ১৬ জুলাই- বিশ্ব টেনিসের সবচেয়ে প্রাচীন টুর্নামেন্ট উইম্বলডন। গ্র্যান্ড স্লামের বাকি তিন টুর্নামেন্টের চেয়ে উইম্বলডনের বেশ কিছু আলাদা বিশেষত্ব রয়েছে। নিয়ম-কানুনে রয়েছে ভিন্নতা এবং কড়াকড়ি। তারমধ্যে একটি সাদা পোষাক। উইম্বলডনে অল হোয়াইট হয়ে একজন খেলোয়াড়কে কোর্টে নামতে হয়। এক্ষেত্রে কোনো ছাড় দেয় না কর্তৃপক্ষ। জার্সি, ট্রাউজার, জুতা, মোজা এমনকি অন্তর্বাস ও ব্রাও অন্য রঙের হলে চলবে না। পুরোটাই হতে হবে সাদা। এবার আসরের প্রথম রাউন্ডে ভেনাস উইলিয়ামস পোশাকের নিচে গোলাপি রঙের ব্রা পরেন। ম্যাচ শেষে তারজন্য তাকে জবাবদিহি করতে হয়। এরপর আর কোনো ম্যাচে তাকে সাদা বৈ অন্য রঙের ব্রা পরতে দেখা যায়নি। ভেনাস অন্য রঙ নিয়ে খেলতে পারলেও এবার অন্য দুজন খেলোয়াড় কোর্টেই নামতে পারলেন না। বৃহস্পতিবার ডাবলসে খেলতে কোর্টে যান হাঙ্গেরির জিসম্বোর পিরোস ও চীনের ইবিং। তখনো তারা কোর্টে নামেননি। কোর্টের পাশের চেয়ারে বসে নামার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় তাদের কাছে হাজির হন একজন কর্মকর্তা। তিনি তাদের লকার রুমে গিয়ে অন্তর্বাস পরিবর্তন করে আসতে বলেন। তারা তখন সাদা ছাড়া অন্য রঙয়ের অন্তর্বাস পরে ছিলেন। বিষয়টি লক্ষ্য করে কর্তৃপক্ষ তাদের এই আদেশ দেয়। অন্তর্বাস সাদা না হলে খেলতে পারবে না বলে স্পষ্ট জানিয়ে দেয়া হয়। বাধ্য হয়ে তারা অন্তর্বাস পরিবর্তন করে সাদা পরে তারপর কোর্টে নামেন। উইম্বলডনে অল হোয়াইট হয়ে খেলার আইন অনেক আগ থেকে। আগে সামান্য ছাড় ছিল। কিন্তু ২০১৪ সালে আইনটি কড়াকড়ি করা হয়। সাদা পোশাকের ব্যাপারে কোনো ছাড় নয় বলে জানিয়ে দেয় উইম্বলডন কর্তৃপক্ষ। ২০১৩ সালে রজার ফেদেরারকে নিয়ে বড় ঝামেলা হয়। সেবার তার জুতার তলার অংশটা ছিল কমলা রঙয়ের। ওই অবস্থায় তিনি ম্যাচটি খেলেন। কিন্তু ম্যাচ শেষে তাকে এজন্য জবাবদিহি করতে হয়। পরে ওই জুতা পরে আর কোর্টে নামতে পারেননি সাতবারের চ্যাম্পিয়ন ফেদেরার। সাদা পোশাকের ব্যাপারে এবার অল ইংল্যান্ড ক্লাবের এক কর্মকর্তা বলেন, আমরা সব খেলোয়াড়কে অল হোয়াইট-এর ব্যাপারে মেইল করেছি। সবাইকে এই নিয়মের কথা জানিয়েছি। এটা আমাদের নিয়ম। এটা নিয়ে কোনো ছাড় দেয়ার প্রশ্ন ওঠে না। কিন্তু দুঃখজনভাবে দুজন তরুণ এবার অন্য রঙয়ের অন্তর্বাস পরে মাঠে চলে এসেছিল। আমরা তাদের সেটা পরিবর্তন করে খেলার অনুমতি দিয়েছি। ভবিষ্যতে যাতে এমন কাজ না হয় সে ব্যাপারে তাদের সতর্ক করে দেয়া হয়েছে।।
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2urdZ8Y
July 16, 2017 at 06:37PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন