কলকাতা, ১৬ জুলাই- আবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অশালীন ভাষায় আক্রমণ করে বিতর্কে জড়ালেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। মুখ্যমন্ত্রীকে কটূক্তির অভিযোগও যেমন উঠেছে, তেমনই সমতল জ্বালানোর হুমকি দিয়েছেন তিনি। শুক্রবার রাতে খড়গপুরের মালঞ্চয় একটি বাজার উদ্বোধনের পরই স্থানীয় বিধায়ক দিলীপবাবুর একটি মন্তব্যকে ঘিরে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়। দিলীপবাবু অনুষ্ঠানে বলেন, তৃণমূল নেতারা সবাই গ্রেপ্তার হওয়ার পরে তাঁদের ভিটেমাটি জ্বলবে৷ আর এ থেকে তৃণমূল নেত্রীর বাড়িও ছাড় পাবে না। এছাড়াও তিনি হুমকির সুরে বলেন, পাহাড় যেমন জ্বলছে, এবার সমতলও জ্বালানো হবে। দিলীপবাবুর এই বক্তব্যের প্রতিবাদে ইতিমধ্যে সিঁথি থানাতে দিলীপ ঘোষের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। কড়া প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্য তৃণমূল নেতারা। তবে তৃণমূলের মহাসচিব রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বারাসতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, দিলীপ ঘোষরা একটি পিঁপড়ে। পিঁপড়ে কামরালে হাত দিয়ে ডলে দিতে হয়। পিঁপড়ে কী করল, তা নিয়ে প্রতিক্রয়া দেওয়ার কিছু নেই। তৃণমূলের পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি অজিত মাইতি বলেছেন, দিলীপবাবু রাজনৈতিক নেতা কি না সেটাই এখন ভাবনার বিষয়। দিলীপবাবু কোনও রাজনৈতিক নেতার ভাষায় কথা বলছেন না৷ তিনি গুন্ডাদের ভাষা ব্যবহার করছেন।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2ttmbRT
July 16, 2017 at 06:42PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top