নয়াদিল্লি, ১ জুলাইঃ মধ্যরাতে সংসদের সেন্ট্রাল হলে ভারতে শুরু হল জিএসটি জমানা। একসঙ্গে সুইচ টিপে মাধ্যমে সারা দেশে জিএসটি চালু করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, উপরাষ্ট্রপতি হামিদ আনসারি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন, প্রাক্তন প্রধানমন্ত্রী এইটডি দেবেগৌড়া ও বর্তমান মন্ত্রীসভার সব সদস্য। অনুষ্ঠানে উদ্বোধনী ভাষণ দেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। বক্তৃতায় তিনি বলেন, ‘জিএসটি হল ভারতের সবচেয়ে বড়ো উচ্চাক্ষাঙ্খী সংস্কার। জিএসটি ভারতের উন্নতিতে সাহায্য করবে।’ তিনি আরও বলেন, ভারত পরিণতমনস্কতার পরিচয় দিয়েছে। জিএসটি-র ফলে দেশের মানুষের সুবিধা হবে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর ভাষণে বলেন, ‘ভারতের উন্নতির জন্য জিএসটি একটি টার্নিং পয়েন্ট। অবশেষে এক দেশ, এক কর চালু হল। এই কর ব্যবস্থা ভারতের ভবিষ্যত সুরক্ষিত করবে।’ জিএসটি কোনো সরকার বা দলের কৃতিত্ব নয়, এই কৃতিত্ব সকলের বলে জানান মোদি। তিনি বলেন, জিএসটি-র ফলে কালো টাকা নষ্ট করতেও সাহায্য করবে। জিএসটি নিয়ে গুজবে কান না দিতেও পরামর্শ দেন প্রধানমন্ত্রী।
রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় বলেন, ’১৪ বছরের জিএসটি পরিকল্পনার আজ পরিসমাপ্তি ঘটল।’ অর্থমন্ত্রী থাকাকালীন জিএসটি নিয়ে তাঁর উদ্যোগের কথাও স্মরণ করেন রাষ্ট্রপতি।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2t99EVq
July 01, 2017 at 12:37AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন