ডোগ নেওয়ার অভিযোগে দীর্ঘ ১৫ মাসের নিষেধাজ্ঞা। সেই নিষেধাজ্ঞা কাটিয়ে পেশাদার টেনিসে ফিরলেও তা নিয়ে কত সমালোচনা। বাইরের লোকেরা তো বটেই, বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন টুর্নামেন্টে যাদের সঙ্গে খেলেন, একই হোটেলে থাকেন, সেই সহ খেলোয়াড়দেরাই সমালোচনার তোপটা দাগিয়েছে বেশী। এমনকি কানাডিয়ান টেনিস তারকা ইউজেনি বুচার্ড তো তাকে প্রতারক বলেই অভিহিত করেন। কিন্তু তিনি মুখে টু-শব্দটি করেননি। সব সয়ে গেছেন নিরবে। কিন্তু কতো দিন আর অন্তরদহনে পুড়ে ছাই হওয়া! দেরিতে হলেও তাই সেই সমালোচনার জবাব দিলেন মারিয়া শারাপোভা। মুখে নয়, রাশান টেনিস কন্যা জবাবটা দিয়েছেন কলমে। খেলোয়াড় ট্রিবিউনে নিজের লেখা কলামে রুশ সুন্দরী লিখেছেন, কিছু মানুষ অন্যের সমালোচনা করতে খুব ভালোবাসে। তিনি ধরেই নিয়েছেন তারা তার সমালোচনা করবে। কিন্তু তাদের সেই সমালোচনাকে পাত্তা দেন না তিনি। বলেছেন যতটা সম্ভব ওই পরনিন্দাকারীদের এড়িয়ে চেলার চেষ্টা করেন। যদিও পরক্ষণেই আবার লিখেছেন, সমালোচকদেরও শ্রদ্ধা করেন তিনি, আমি সব সময়ই সবার সঙ্গে সদয় আচরণ করতে চাই। যা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। আমার জানা মতে যিনি সবচেয়ে বেশী কৃতজ্ঞতাবোধ ক্ষমাশীল একজন মানুষ। অন্তর থেকেই বলছি, সত্যিই ডব্লুএ ট্যূরে যারা খেলে, সমালোচকসহ তাদের সবার প্রতিই আমার শ্রদ্ধা ও মুগ্ধতা রয়েছে। আশা করি শিগগিরই তাদের মনোভাব বদলাবে। ২০১৬ সালে অস্ট্রেলিয়ান ওপেনে খেলার সময় ডোপ পরীক্ষায় ফেল মারেন ৩০ বছর বয়সী এই রাশান মেয়ে। প্রথমে তাকে দুই বছর নিষিদ্ধ করা হয়েছিল। পরে তার আবেদনের প্রেক্ষিতে শাস্তিটা নেমে আসে ১৫ মাসে। দীর্ঘ সেই নিষেধাজ্ঞা কাটিয়ে গত এপ্রিলে জার্মানির স্টুটগার্ট ওপেন দিয়ে আবার পেশাদার টেনিসে ফিরে আসেন শারাপোভা। কিন্তু তার প্রত্যাবর্তন নিয়ে সমালোচনার ঝড় ওঠে। ক্যারোলিন ওজনিয়াকি, বুচার্ডরা সরাসরিই প্রশ্ন তোলেন একজন ডোপপাপীকে আবার খেলার অনুমিত দেওয়ায়। বুচার্ড তো প্রতারক বলতেও দ্বিধা করেননি। প্রত্যাবর্তনের পর মাত্রই তিনটা টুর্নামেন্টে খেলেছেন শারাপোভা। এরপর পুরো ঘাসের মৌসুমে বিশ্রামে ছিলেন। তবে হার্ডকোর্ট মৌসুম শুরু হতেই আবার কোর্টে নামার প্রস্তুতি নিচ্ছেন টেনিসের এই গ্ল্যামারগার্ল। ৫টি গ্র্যান্ড স্লাম শিরোপাজয়ী বিশ্বের সাবেক এক নম্বর তারকা প্রতিশ্রুতি দিয়েছেন নিজের সেরাটা ঢেলে দেওয়ার, উত্তর আমেরিকান হার্ডকোর্ট মৌসুমের জন্য আমি প্রস্তুত। এখানকার টুর্নামেন্টগুলো আমার খুব প্রিয়। প্রথমে স্টানফোর্ড ওপেনে খেলব। এরপর টরোন্টোতে (রজার্স কাপ) খেলব। সামর্থের সর্বোচ্চটাই আমি ঢেলে দিতে প্রস্তুত। ১৫ মাসের নিষেধাজ্ঞায় হতোদ্যোম হওয়ার কথা। কিন্তু শারাপোভা দাবি করছেন নিষেধাজ্ঞার সময়টাতে টেনিসের প্রতি তার ভালোবাসাটা আরও বেড়েছে! লিখেছেন, গত দুটি বছর আমার জন্য ছিল কঠিন। খুবই কঠিন। তবে কঠিন ওই পরিস্থিতি টেনিসের প্রতি আমার আবেগকে টলাতে পারেনি। টেনিসের প্রতি আমার ভালোবাসা আরও বেড়েছে। আমি বুঝেছি, টেনিস্ই আমার জীবনের সব। এআর/১৯:৩৫/২৭ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2w3nQ2n
July 28, 2017 at 01:34AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top