ঢাকা, ২৭ জুলাই- বৃহস্পতিবার খবর রটে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০১৫-২০১৭ মেয়াদের কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক শাকিব খান ও অমিত হাসান ২৭ লাখ টাকার হিসাব জমা দিচ্ছেন না। কিন্তু পরিবর্তনের সাথে আলাপচারিতায় বর্তমান সাধারণ সম্পাদক জায়েদ খান জানালেন তারা হিসাব জমা দিয়েছেন। জায়েদ খান বলেন, আমরা ক্ষমতা গ্রহণের পর আগের কমিটির কাছে শিল্পী সমিতির সকল লেনদেনের হিসাব চাওয়া হয়। তাদেরকে একটি নির্দিষ্ট তারিখের মধ্যে জমা দিতে বললেও তারা বেশ পরে জমা দেন। জায়েদ আরও বলেন, অমিত ও শাকিব ভাইয়ের কমিটি প্রায় ২৭ লাখ টাকার হিসাব জমা দিয়েছে। আমাদের ধারণা এতে কিছু অসংগতি থাকতে পারে। তবে অডিট করা আগে কোনো অসংগতি হয়েছে বা দুর্নীতি হয়েছে এ কথা বলা যায় না। ২৭ লাখ টাকার হিসাব জমা না দেওয়া প্রসঙ্গে অমিত হাসান পরিবর্তনকে বলেন, আমরা চলতি মাসের শুরুতে সমস্ত হিসাব বুঝিয়ে দিয়েছি। জমা দেওয়ার আগে অডিট কোম্পানি দিয়ে হিসাব পরীক্ষা-নিরীক্ষা করে দেখেছি। দেরীতে জমা দেওয়ার অভিযোগ প্রসঙ্গে অমিত বলেন, নতুন কমিটি নির্বাচিত হবার পরেই তো মামলা হল। ওই মামলা চূড়ান্ত নিষ্পত্তির জন্য অপেক্ষা করছিলাম। না হলে কমিটি ক্ষমতা গ্রহণের ৫-১০ দিনের মধ্যে হিসাববুঝিয়ে দিতে পারতাম। অমিত দাবি করেন, তাদের দেওয়া হিসাব একশ শতাংশ স্বচ্ছ এবং পুরোটায় শিল্পীদের কল্যাণে ব্যয় হয়েছে। এআর/১৯:২৮/২৭ জুলাই
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2v0KGdU
July 28, 2017 at 01:28AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন