মুম্বাই, ০৪ জুলাই- যারা ক্রিকেট বুঝেন তারা ক্রিকেটারদের লাইফ স্টাইল জানবেন না তা কি করে হয়? ক্রিকেটারদের মাঠের পারফরম্যান্স নিয়ে যেমন তাদের কৌতুহল; ঠিক তেমনই মাঠের বাইরের ঘটনায়ও! তবে আজ আলোচনা করবো সেই সব ক্রিকেটারদের নিয়ে। যারা বিয়ে করেছেন তাদের আত্মীয়দের। শহীদ আফ্রিদি (পাকিস্তান): পাকিস্তানের সাবেক তারকা অলরাউন্ডার শহীদ আফ্রিদি বিয়ে করেছন তার কাজিনকে। স্ত্রী নাদিয়ার সঙ্গে বিয়ের আগে তার প্রেমের সম্পর্ক ছিলো না। শহীদ আফ্রিদির বাবা তাদের বিয়ে ঠিক করেন। এই সুখী দম্পতির দুটি কন্যা সন্তান রয়েছে। বীরেন্দর শেবাগ (ভারত) বীরেন্দর শেবাগ ও আরতি আহলাওয়াত বিয়ে করেছেন ১২ বছর হয়। তাদের দুটি সন্তান আছে। বিয়ের বয়স ১২ বছর হলেও তাদের প্রেমের গল্প ১৫ বছরের। বিয়ের আগে তিন বছর চুটিয়ে প্রেম করেন শেবাগ-আরতি। সাবেক ভারত ওপেনারের দূর সম্পর্কের আত্মীয় ছিলেন আরতি। তাদের পরিচয়টা একটি বিয়ের অনুষ্ঠানে। শেবাগের কাজিন আরতির খালাকে বিয়ে করেন। ওই অনুষ্ঠানে ছিলেন সাত বছর বয়সী শেবাগ ও পাঁচ বছর বয়সী আরতি। আত্মীয়তার শুরুর সেই অনুষ্ঠানে শেবাগ-আরতির মাঝে বন্ধুত্ব হয়। বন্ধুত্বের ১৪ বছর পর আরতিকে প্রেমের প্রস্তাব দেন শেবাগ। রাজি হয়ে যান আরতি। তিন বছর প্রেমের পর বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা। সাঈদ আনোয়ার (পাকিস্তান) শহীদ আফ্রিদির মতো পাকিস্তানের সাবেক ওপেনার সাঈদ আনোয়ারও বিয়ে করেন তার কাজিনকে। ১৯৯৬ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। পেশায় ডাক্তার লুবনা ও পাকিস্তান ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান সাঈদ আনোয়ারের একটি কন্যা সন্তান ছিলো। বিসবাহ নামের ছোট্ট শিশুটি ২০০১ সালে মারা যায়। আর/১২:১৪/০৪ জুলাই
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2uDuo7c
July 04, 2017 at 06:29AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন