নিজস্ব প্রতিনিধি: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আমিনুল হক ভূইয়ার মেয়াদ শেষ হয়েছে গত বৃহস্পতিবার (২৭ জুলাই)। কিন্তু আজ শনিবার (২৯ জুলাই) পর্যন্তও তিনি বাংলো ছাড়েননি। মেয়াদ শেষ হলেও বাসা না ছাড়ায় সাবেক এই উপাচার্য অবৈধভাবে বিশ্ববিদ্যালয়ের ভিসি বাংলোতে অবস্থান করছেন বলে অভিযোগ তোলেন একাধিক শিক্ষক। বাংলাতো অবস্থানের পাশাপাশি দুটি পাজারো গাড়ি, একটি মাইক্রোবাস, গ্যাস, বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় জিনিস ব্যবহার করছে। যেটা আগে কখনো ঘটেনি।
গত বৃহস্পতিবার বিকালে শিক্ষক সমিতির পক্ষ থেকে শাবির রেজিস্ট্রার ইশফাকুল হোসেনের কাছে ভিসির মেয়াদ শেষের বিষয়টি বলা হয়েছে বলে জানান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. মহিবুল আলম। তিনি বলেন, সাবেক উপাচার্য এখনও বাংলাতো অবৈধভাবে অবস্থান করছেন, যেটা বিশ্ববিদ্যালয় আইনের পরিপন্থী। তার এ অবস্থান সম্পূর্ণ বেআইনি বলে উল্লেখ করেন ওই শিক্ষক।
ক্যাম্পাস সূত্রে জানা যায়, ভিসি আমিনুল হক ভূইয়া শনিবার দুপুরে ঢাকার উদ্দেশে রওনা দেন। তবে তার পরিবার এখনও ভিসি বাংলাতো অবস্থান করছেন। মেয়াদ শেষে সম্পূর্ণভাবে চলে না গিয়ে কেবল নিজে ঢাকাতে যাওয়ায় ক্যাম্পাসে নানা গুঞ্জনের সৃষ্টি হয়েছে। এমনকি পরবর্তী মেয়াদে তিনি থাকতে লবিংয়ে ব্যস্ত আছেন কিনা- এমন মন্তব্যও করেন অনেক শিক্ষক। এদিকে মেয়াদ শেষ হওয়ায় বাসা ছেড়ে দেওয়া উচিত ছিল বলে মন্তব্য করেন নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক।
এ বিষয়ে জানতে রেজিস্ট্রার ইশফাকুল হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন কেটে দেন।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2u7PrOk
July 30, 2017 at 12:52AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন