কলকাতা, ৩০ জুলাই- সারদাকাণ্ডে বিপাকে তৃণমূল। সারদাকর্তা সুদীপ্ত সেনকে জেরা করে গুরুত্বপূর্ণ একটি তথ্য পেল সিবিআই। যে তথ্যটি প্রমাণ হিসেবে ব্যবহার করতে পারেন তদন্তকারীরা। এবং সারদার সঙ্গে তৃণমূলের যোগসূত্রও এতে আরও স্পষ্ট হল। ২০১১ সালে নলবনে শ্যুটিং করা হয়েছিল। দায়িত্বে ছিলেন তৃণমূলের এক বুদ্ধিজীবী। তৃণমূল ঘনিষ্ট সংগীতশিল্পীরা কণ্ঠ দিয়েছিলেন। সারদাকর্তা জেরায় একটি ভিডিওর কথা জানিয়েছেন। ২০১১ সালের আগে ওই ভিডিওটি তৃণমূলের প্রচারের জন্য তোলা হয়েছিল। সারদাগোষ্ঠীর একটি সংবাদ চ্যানেল ভিডিওটি তৈরি করেছিল। তবে নির্বাচন কমিশনের হস্তক্ষেপে ভিডিওটি দেখানো হয়নি। তবে প্রচারে ব্যবহার করতে পারেনি তৃণমূল। সেখানে ধর্মীয় কথাবার্তা থাকায় প্রচারে বাধা দিয়েছিল নির্বাচন কমিশন। সাড়ে চার মিনিটের ভিডিওয় তৃণমূলের গুণগান করা হয়েছিল। সিবিআই আধিকারিকরা এখানেই যোগসূত্র পাচ্ছেন। রাজনৈতিক দলের প্রচারে কেন একটি চিটফান্ড সংস্থা টাকা ঢালল? কীসের লাভের আশায় লক্ষাধিক টাকা খরচ করেছিলেন সারদাকর্তা? আর/১২:১৪/৩০ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2eWtzUc
July 30, 2017 at 06:52AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top