ঢাকা, ১২ জুলাই- কত রকম চরিত্রেই না দেখা যায় মোশাররফ করিমকে! এই যেমন ল্যাম্পপোস্ট নাটকে দেখা যাবে ফোকলা দাঁতে। বৃহস্পতিবার রাত পৌনে ১০টায় বাংলাভিশনে প্রচার হবে ধারাবাহিকটির প্রথম পর্ব। প্রতি সপ্তাহে বৃহস্পতি থেকে শনিবার প্রচার হবে এটি। সাগর জাহানের রচনা ও পরিচালনায় নাটকটিতে আরো অভিনয় করেছেন মামুনুর রশীদ, রহমত আলী, তারিন, বাঁধন, সাবিলা নূর, মারজুক রাসেল, সাবেরী আলম, রেবেনা রেজা জুঁই, কচি খন্দকার, রিফাত চৌধুরী, তারিক স্বপন, এ কে আজাদ প্রমুখ। নাটকের গল্প প্রসঙ্গে নির্মাতা বললেন, ঢাকা শহরটা অনেক পুরোনো হলেও মানুষগুলোকে সবসময় নতুনই মনে হয়। একেক দশকে একেক ধরনের বা ধ্যান-ধারণার মানুষের আবির্ভাব হয় এই শহরে। নব্বই দশকে কিছু সংস্কৃতিমনা মানুষ বুকে স্বপ্ন লালন করে, তা পূরণ করতে আসে এই শহরে। তাদের কেউ কবি, কেউ অভিনেতা, কেউ লেখক, কেউ শিল্পী অথবা কেউ শুধু শুধু রঙিন স্বপ্ন উড়ায় এই শহরের আকাশে। এই মানুষগুলো যার যার স্বপ্ন পূরণের প্রত্যাশায় এক ল্যাম্পপোস্টের নিচে আসে। তিনি আরো বলেন, এই মানুষগুলোর আনন্দ, বেদনা, রোমাঞ্চের নিরেট একটি গল্প বলার উদ্দেশ্যে নির্মিত হচ্ছে ল্যাম্পপোস্ট। আর/১৭:১৪/১২ জুলাই
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2ui3rtC
July 12, 2017 at 11:27PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন