শিক্ষকরা দেরি করে আসায় স্কুলে তালা ঝুলিয়ে ক্ষোভ অভিভাবকদের

শালকুমারহাট(আলিপুরদুয়ার), ১২ জুলাইঃ শিক্ষকরা দেরি করে আসায় স্কুলে তালা লাগিয়ে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা। বুধবার আলিপুরদুয়ার জেলার যোগেন্দ্রনগর স্পেশাল ক্যাডার প্রাইমারী স্কুলের ঘটনা। অভিভাকদের অভিযোগ, স্কুল শুরু হওয়ার কথা ১১ টায়। কিন্তু নিত্যই ১১ টার পর শিক্ষকরা স্কুলে আসেন। তার আগেই স্কুলে পৌঁছয় পড়ুয়ারা। প্রতিদিনের এই ঘটনায় অভিভাবকরা স্কুলের অফিস ঘরে তালা লাগিয়ে দেন।
ঘটনার খবর পেয়ে স্কুলে ছুটে আসেন আলিপুরদুয়ার পশ্চিম সার্কেলের স্কুল পরিদর্শক (এসআই) আজিজুর রহমান। অভিভাবক ও শিক্ষকদের নিয়ে তিনি আলোচনায় বসেন। সতর্ক করে দেন শিক্ষকদের। আগামীতে এভাবে দেরি করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান এস আই। তাঁর আশ্বাসেই পরে স্কুলের তালা খুলে দেন অভিভাবকরা। পুনরায় শুরু হয় পঠনপাঠন। স্কুলের প্রধান শিক্ষক দ্বীজেশ রায় জানান, বিশেষ কারণে আজ দেরি হয়েছে স্কুলে আসতে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2uQwJfR

July 12, 2017 at 04:51PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top