জাতীয় শোক দিবস উপলক্ষে সিলেট আওয়ামী লীগের শোক র‌্যালী আগামীকাল

সুরমা টাইমস ডেস্ক: শোকের মাস আগস্ট ও জাতীয় শোক দিবস উপলক্ষে নানা কর্মসূচী গ্রহণ করেছে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ। কর্মসূচীর মধ্যে রয়েছে শোকের মাস উপলক্ষে আগামীকাল ১লা আগস্ট মঙ্গলবার সকাল ১১টায় জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে শোক র‌্যালী সিলেট রেজিস্ট্রারী মাঠ থেকে বের করা হবে।

এতে সিলেট জেলা, মহানগর আওয়ামী লীগ এবং অঙ্গ-সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দের যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2vawcsk

July 31, 2017 at 10:17PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top