সুরমা গেইট এলাকা থেকে নিখোঁজ হওয়া অটোরিকশা চালকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি:;

সিলেটের বিয়ানীবাজারের একটি জলাশয় থেকে নিখোঁজ এক কিশোর অটোরিকশা চালকের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত কিশোরের নাম মাসুদ আহমদ (১৭), তিনি শেওলা ইউনিয়নের চারাবই গ্রামের সুজন মিয়ার পুত্র।

সোমবার (৩১ জুলাই) সকালে উপজেলার আলীনগর ইউনিয়নের কনকলস এলাকার একটি জলাশয়ে লাশ ভেসে থাকতে দেখে এলাকাবাসী পার্শ্ববর্তী চারখাই পুলিশ ফাঁড়িকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।

গত বৃহস্পতিবার (২৭ জুলাই) রাতে সিলেটের সুরমা গেইট এলাকা থেকে নিখোঁজ হন মাসুদ। এসময় মাসুদের সঙ্গে একটি সিএনজি অটোরিকশা (অনটেস্ট) ছিল বলে পরিবারের দাবি। পুলিশ লাশ উদ্ধার করলেও অটোরিকশা উদ্ধার করতে পারে নি।

চারখাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শাফিউল পাটোয়ারী লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, ‘নিহত মাসুদের মুখে স্কচটেপ লাগানো ছিল। লাশের গায়ে পচন ধরেছে।’

নিহতের মামা লালু মিয়া জানান, ‘মাসুদ বৃহস্পতিবার রাত ১ টার দিকে দক্ষিণ সুরমা গেইট এলাকা থেকে খিদিরপুরের বাসায় যাওয়ার জন্য তার মায়ের সাথে যোগাযোগ করে। এরপর থেকে তার ফোন বন্ধ পাওয়া যায়।’

মাসুদের নিখোঁজের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে জানান তিনি। মাসুদের সাথে নতুন ক্রয় করা সিনএনজি অটোরিকশা (অনটেস্ট) ছিল বলেও জানান তিনি।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী জানান, ‘এ ঘটনায় দু’জনকে আটক করেছে পুলিশ। তবে এখনই তাদের নাম-পরিচয় বলা যাবেনা। আমরা অটোরিকশা উদ্ধারেও অভিযান চালিয়ে যাচ্ছি।’



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2vlVkfR

July 31, 2017 at 10:35PM
31 Jul 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top