ফরহাদ মজহারের কি হয়েছিল তা নিয়ে শীঘ্রই সংবাদ সম্মেলন করবে পুলিশ।

সুরমা টাইমস ডেস্ক;
আসলেই ফরহাদ মজহারের কি হয়েছিল তা নিয়ে এখনো রয়েছে ধোঁয়াশা। মজহারের দেয়া তথ্য আর বক্তব্যে গড়মিল পাওয়ার কথা জানিয়ে ডিএমপি কমিশনার মোঃআছাদুজ্জামান জানিয়েছেন শীঘ্রই সংবাদ সম্মেলন করবে পুলিশ।

বুধবার নিজের দপ্তরে আছাদুজ্জামান মিয়া বলেন, “এই অপহরণ নিয়ে অত্যন্ত রহস্য তৈরি হয়েছে। কারণ ফরহাদ মজহার সাহেব বিজ্ঞ আদালতে যে বক্তব্য দিয়েছেন, সেটি তদন্ত করতে গিয়ে আমরা যে ভিডিও ফুটেজ পেয়েছি, সিসিটিভি ফুটেজ পেয়েছি, কল লিস্ট পেয়েছি, বস্তুগত সাক্ষ্য প্রমাণ পেয়েছি, তার সঙ্গে উনার বক্তব্যের মিল নেই।”

তিনি বলেন, “কংক্রিট সিদ্ধান্তে আসার জন্য আমাদের আরও দু-একদিন সময় লাগবে। দু-এক দিন পর সংবাদ সম্মেলন করে এই নিয়ে বিস্তারিত জানানো হবে।”

গত (৩ জুলাই) ভোর সোয়া ৫টার দিকে রাজধানীর আদাবর রিং রোড এলাকার হক গার্ডেনের নিজ বাসা থেকে বের হন ডানপন্থি চিন্তাবিদ হিসেবে পরিচিত ফরহাদ মজহার। এরপর তার জীবনসঙ্গীনি ফরিদা আখতারকে ফোন করে নিজের অপহরণের খবর দেন। আসে মুক্তিপনের বার্তাও। ওইদিন রাতেই খুলনা থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাসে মজহারের সন্ধান পায় পুলিশ।।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2sQiuq7

July 12, 2017 at 08:42PM
12 Jul 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top