ছেলেকে বাঁচাতে এগিয়ে এলেন প্রেসিডেন্ট ট্রাম্প

Captureআমেরিকা ::

যুক্তরাষ্ট্রের গত প্রেসিডেন্ট নির্বাচনের আগে ডনাল্ড ট্রাম্পের ছেলে ডনাল্ড ট্রাম্প জুনিয়র রাশিয়ার এক আইনজীবীর সঙ্গে গোপন বৈঠকের ব্যাপারে যে বক্তব্য তুলে ধরেছেন, তাকে প্রেসিডেন্ট ট্রাম্প খোলামেলা, স্বচ্ছ এবং নির্দোষ বলে বর্ণনা করেছেন।

এই বৈঠকের খবর ফাঁস হওয়ার পর থেকেই এ নিয়ে তোলপাড় চলছে যুক্তরাষ্ট্রে।

বলা হচ্ছে, ডনাল্ড ট্রাম্প জুনিয়রকে জানানো হয়েছিল যে এই রুশ আইনজীবী নাতালিয়া ভেসেলনিতস্কায়ার কাছে রাশিয়ার সরকারের কাছ থেকে পাওয়া এমন কিছু তথ্য আছে, যা তাঁর বাবাকে নির্বাচনে জিততে সাহায্য করতে পারে।

কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প আজ আবারও তার নির্বাচনী প্রচারণার সঙ্গে রাশিয়ার সম্পর্ক থাকার কথা অস্বীকার করেছেন।

অন্য দিকে রুশ পররাষ্ট্র মন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, রাশিয়া যুক্তরাষ্ট্রের নির্বাচনে মাথা গলিয়েছে এমন কোন প্রমাণ নেই।

মি ট্রাম্প জুনিয়র নিজে ফক্স নিউজ-কে বলেছেন, ওই বৈঠকটা ‘কোনও ব্যাপারই নয়’।

তবে তিনি সেই সঙ্গে তিনি এটাও স্বীকার করেছেন বিষয়টা তার অন্যভাবে সামলানো উচিত ছিল।

সমালোচকরা অবশ্য অভিযোগ করছেন, রাশিয়ানদের সঙ্গে মি ট্রাম্প জুনিয়র যে অনৈতিক যোগসাজশ স্থাপন করতে চেয়েছিলেন তার সেই অভিপ্রায় স্পষ্ট হয়ে গেছে এবং এর মাধ্যমে তিনি হয়তো আমেরিকার ফেডারেল আইনও ভেঙেছেন।

রাশিয়া আমেরিকার মার্কিন নির্বাচনে নাক গলানোর চেষ্টা করেছিল কি না, তা নিয়ে মার্কিন কর্মকর্তারা এখন তদন্ত করছেন।

প্রেসিডেন্ট পদে নির্বাচিত হওয়ার পর থেকেই মি ট্রাম্পকে বারবার এই অভিযোগের সম্মুখীন হতে হয়েছে যে রাশিয়া তার প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিন্টনের প্রচারণায় অন্তর্ঘাত ঘটানোর চেষ্টা করেছিল।

প্রেসিডেন্ট ট্রাম্প অবশ্য বরাবরই বলে আসছেন তার এ ব্যাপারে কিছুই জানা ছিল না।

রাশিয়াও মার্কিন নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ আগাগোড়া অস্বীকার করে এসেছে।



from যুক্তরাজ্য ও ইউরোপ – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2uRmkk5

July 12, 2017 at 08:50PM
12 Jul 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top