পাহাড়ে আমরণ অনশনের হুমকি যুব মোর্চার

দার্জিলিং, ৩ জুলাইঃ মোর্চার দাপটে দিন দিন ভয়াবহ হয়ে উঠছে পাহাড়ের পরিস্থিতি। এরই মধ্যে পাহাড় জুড়ে আমরণ অনশনে বসার হুমকি দিলেন যুব মোর্চা সম্পাদক অমিত ইয়ানজান। তিনি বলেন, ‘কেন্দ্র কি চায় সেটি পরিষ্কার হওয়া প্রয়োজন। ৬ জুলাইয়ের মধ্যে গোর্খাল্যান্ড নিয়ে যদি কেন্দ্র নিজেদের অবস্থান স্পষ্ট না করে, তাহলে পাহাড় জুড়ে আমরণ অনশন শুরু হবে।’

আজ ফের শিশুদের নিয়ে মিছিল বার হয় পাহাড়ে। সেই মিছিলে ছিলেন মোর্চার সাধারণ সম্পাদক রোশন গিরিও। এদিকে, পাহাড়ের উন্নয়ন পর্ষদের বোর্ডগুলি থেকে সদস্যদের বেরিয়ে আসার জন্য ফরমান জারি করেছে মোর্চা।

এদিন পাহাড়ে ৬ মাইলে পুলিশের গাড়িতে জ্বলল আগুন। যদিও এই ঘটনার সঙ্গে তাদের যোগাযোগ অস্বীকার করেছে মোর্চা। গত শনিবার কার্সিয়াংয়ে দমকল কেন্দ্রে ৩টি ইঞ্জিনে আগুন লাগানোর ঘটনায় এদিন ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

টানা বন্‌঩ধের জেরে পাহাড়ের বোর্ডিং স্কুলের ছুটির মেয়াদ বাড়িয়ে দেওয়া হল। ৪ জুলাই স্কুল খোলার কথা থাকলেও, তা খুলছে না। ৬ জুলাই পাহাড়ে সর্বদল বৈঠকে স্কুল খোলা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2t8H9IL

July 03, 2017 at 05:49PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top