জামিন পেলেন হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি।

নিজস্ব প্রতিনিধিঃ তথ্য প্রযুক্তি আইনের মামলা থেকে জামিন পেলেন দৈনিক হবিগঞ্জ সমাচার পত্রিকার সম্পাদক ও হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তাফা রফিক।

রবিবার (২ জুলাই) দুপুরে জেলা ও দায়রা জজ আতাবুল্লাহ এই জামিন মঞ্জুর করেন। ফলে ২০ দিন কারাভোগের পর মুক্তি পেয়েছেন তিনি। গোলাম মোস্তফা রফিকের পক্ষে ১৫ জন আইনজীবী জামিন প্রার্থনা করেন।

গত ১২ জুন রাত ৩টার দিকে গোলাম মোস্তফা রফিককে তার সমাচার পত্রিকা অফিস থেকে পুলিশ গ্রেফতার করে।

এর আগে গত ৮ জুন, হবিগঞ্জ-২ আসনের এমপি আব্দুল মজিদ খানের ভাতিজা ও পুকুড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আফরোজ মিয়া বাদী হয়ে দৈনিক হবিগঞ্জ সমাচার সম্পাদক গোলাম মোস্তাফা রফিক, ভারপ্রাপ্ত সম্পাদক রাসেল চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক নীরঞ্জন সাহা নীরুর বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে বানিয়াচং থানায় একটি মামলা দায়ের করেন।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2sibDFG

July 03, 2017 at 05:53PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top